একটি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ও ১১৪টি মামলার আসামী বগুড়া শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা মাসুদ স্বেচ্ছায় কারাগারে গেলেন।
আজ মঙ্গলবার বগুড়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রবিউল আউয়ালের আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।
২০১৪ সালে আন্দোলন চলাকালে পুলিশ কনস্টেবল রমজান আলীকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগে বগুড়া সদর থানায় দায়েরকৃত মামলায় গত ১২ মার্চ ২০১৯ মাসুদ রানাকে ৩ বছর সশ্রম কারাদন্ড দেন আদালত। ওই প্রেক্ষিতে মঙ্গলবার বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে আত্মসমর্পন পুর্বক জামিনের আবেদন করলে বিচারক আসামির জামিন আবেদন না মঞ্জুর করে সাজা পরোয়ানামূলে বগুড়া জেলা কারাগারে পাঠিয়ে দেন।
মাসুদ রানার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ১১৪টি বলে জানান তার আইনজীবী আব্দুল মতিন। তবে বগুড়া জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের পরে ওই কমিটির বিরোধিতা করায় মাসুদ সহ অপর ১৩ জন নেতাকে দল থেকে বহিষ্কার করে।