বগুড়ায় সাইবার পুলিশের যাত্রা শুরু

সংগৃহীত ছবি

সারা দেশ

বগুড়ায় সাইবার পুলিশের যাত্রা শুরু

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জানুয়ারি, ২০১৯

বগুড়ায় সাইবার পুলিশের যাত্রা শুরু হলো। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম. খুরশীদ হাসান। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে এবং দেশের মানুষ এর সুফলও পেতে শুরু করেছে। অন্যদিকে অপরধীরাও ডিজিটাল পদ্ধতিতে অপরাধ সংঘটন করছে। অনলাইনে জঙ্গীবাদী প্রচারণা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সাইবার অপরাধের কারণে দিন দিন বাড়ছে খুন ধর্ষণ। প্রতারিত হচ্ছে নিরীহ মানুষ, উঠতি বয়সের ছাত্র-ছাত্রীরা নানাভাবে যৌন হয়রানীর শিকার হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধেই সাইবার পুলিশ কাজ করবে।

অনুষ্ঠানে জানানো হয়, গত বছরের ১৪ আগস্ট থেকে বগুড়ায় পরীক্ষামূলকভাবে সাইবার পুলিশের কার্যক্রম শুরু হওয়ার পর বগুড়া ছাড়াও বিভিন্ন জেলা থেকে এপর্যন্ত ৩৭টি অভিযোগ পাওয়া গেছে। এরপধ্যে ১৯টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads