বগুড়ায় নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সারা দেশ

বগুড়ায় নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ মে, ২০১৯

বগুড়ায় অনামিকা আকতার রেমি (২২) নামের এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জেলার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেরেরবাড়ি ফকিরপাড়া গ্রামে শোয়ার ঘরে ওড়না পেঁচানো অবস্থায় শনিবার রাতে তার লাশ উদ্ধার করে।

অনামিকা আক্তার রেমি ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের ফকিরপাড়া এলাকার আব্দুল হামিদের মেয়ে।

পরিবারের সূত্রে জানা যায়, রেমি ২০১৮ সালে গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়াউর রহমান কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকায় পোশাক শ্রমিকের কাজে যোগ দেয়। তার বাবার অনিচ্ছা থাকার পরেও রিমি ঢাকায় প্রায় নয় মাস পোশাক শ্রমিকের কাজ করে গত ১৬ মে বৃহস্পতিবার নিজ বাড়িতে আসে। বাড়িতে অবস্থান কালে শনিবার রাতে অনামিকা আক্তার রেমিকে নিজ শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে খবর পেয়ে ধুনট থানার এসআই শরিফুল ও এসআই প্রদীপ কুমার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রবিবার ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads