বগুড়ায় ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

মাদক সহ গ্রেপ্তারকৃত মোঃ মানিক ইসলাম (২২)

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

বগুড়ায় ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুলাই, ২০১৯

বগুড়ায় চোরাচালান বিরোধী অভিযানে মাদক সহ মোঃ মানিক ইসলাম (২২) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে বগুড়া সদরের নুনগোলা বাজার সংলগ্ন জনির ‘স’ মিলের পূর্ব পার্শ্বের পাকা রাস্তার উপর থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন তাকে আটক করে।  এসময় তার কাছে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

মানিক ইসলাম বগুড়া জেলার শাহাজাহানপুর উপজেলার কাটাবাড়ীয়া (দক্ষিনপাড়া) গ্রামের মোঃ মিলন প্রামানিক এর পুত্র।

অপারেশনাল টিমের পুলিশ পরিদর্শক মোঃ তারিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ বিপ্লব হোসেন, এএসআই মোঃ ফরিদুল ইসলাম, সুদান চন্দ্র, মোঃ মুকুল রহমান, কনস্টেবল মোঃ জাকারিয় হোসেন, মোঃ আঃ মালেক এবং কনস্টেবল মোঃ ইসমাইল হোসেন এর সহায়তায় প্রায় ৫ ঘন্টার মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। 

৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়া পুলিশ মোঃ নিজাম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন এ ব্যাপারে সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads