বগুড়ায় অগ্নি নির্বাপন-উদ্ধার মহড়া অনুষ্ঠিত

বগুড়ায় অগ্নি নির্বাপন-উদ্ধার মহড়ার দৃশ্য

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বগুড়ায় অগ্নি নির্বাপন-উদ্ধার মহড়া অনুষ্ঠিত

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১ ডিসেম্বর, ২০১৮

বগুড়া ফায়ার স্টেশনের উদ্যোগে বস্তিসমূহে অগ্নি নির্বাপন ও উদ্ধার মহড়া এবং গণসংযোগ করা হয়েছে। আজ শনিবার বগুড়া শহরের চেলোপাড়া চাষী বাজার সংলগ্ন রেলওয়ে বস্তিতে অগ্নি নির্বাপন ও উদ্ধার মহড়া প্রদর্শন করা হয়। এর আগে শুক্রবার শহরের মালতিনগর এসপি ব্রীজ সংলগ্ন বস্তিতে মহড়া প্রদর্শন করা হয়।

সারা দেশব্যাপী ফায়ার ষ্টেশন গুলো একযোগে এলাকার বস্তিসমূহে অগ্নি নির্বাপন ও উদ্ধার এবং গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে বগুড়াতেও ফায়ার ষ্টেশনের আয়োজনে বস্তিসমূহে অগ্নিনির্বাপন ও উদ্ধার কার্যক্রমের মহড়া পরিচালনা করা হচ্ছে।

এ ব্যাপারে বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক( চলতি দায়িত্ব) মোঃ আব্দুর রশিদ জানান, ‘দেশব্যাপী অগ্নিনির্বাপন ও উদ্ধার মহড়া এবং গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে আমরা এ মহড়া পরিচালনা করছি। বগুড়া জেলার সবগুলো ফায়ার ষ্টেশন একই কার্যক্রম স্ব-স্ব এলাকায় পরিচালনা করছে’।

এ সময় বগুড়া ফায়ার স্টেশনের সকল কর্মকর্তা-কর্মচারী এবং ওয়ারহাউজ ইন্সপেক্টর অংশগ্রহণ করেন। এছাড়া মহড়ায় স্থানীয় প্রতিনিধি, ওয়ার্ড কাউন্সিলর, সেচ্ছাসেবক এবং ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads