বগুড়ার শেরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে

সংগৃহীত ছবি

সারা দেশ

বগুড়ার শেরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আব্দুল ওয়াদুদ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২ জানুয়ারি, ২০১৯

বগুড়ার শেরপুরে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় শেরপুর উপজেলা চত্ত্বরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব শেরপুর (পুসাস) এর উদ্যোগে ১০০ জন দরিদ্র শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পুসাসের সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলামের পরিচালনায় ও পুসাস সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  ভেটেনারি সার্জন ও রাজশাহী বিভাগীয় ভেটেনারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ রায়হান, সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেন, উপজেলা কৃষি অফিসার সারমিন আক্তার, বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যুগ্ম পরিচালক বীর মুক্তি যোদ্ধা আব্দুর রউফ খান।

এ সময় উপস্থিত আরো ছিলেন পুসাসের অর্থ সম্পাদক রেজাউল করিম, সদস্য মোস্তফা, সোহানুর রহমান, রেজাউল, মামুনুর রশিদ, শিশির, শামিম, সাব্বির, মোমেনা আক্তার মুক্তা, সুমি, আতিয়া, হাসনা প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads