ফ্রান্সে নবীর ব্যঙ্গ কার্টুন: দুমকিতে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফ্রান্সে নবীর ব্যঙ্গ কার্টুন: দুমকিতে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

  • দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ নভেম্বর, ২০২০

ফ্রান্সে ব্যঙ্গ কার্টুন চিত্রে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ,যুব ও ছাত্র হিজবুল্লাহ। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় চত্তর এলাকায় প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

প্রেসক্লাব, দুমকির সামনে উপজেলা হিজবুল্লার প্রচার সম্পাদক মাওলানা মো: হাবিবুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পাংগাশিয়া দরবার শরীফের পীরছাহেব মাওলানা মো: ওয়ালিউল্লাহ, আংগারিয়া দরবার শরীফের পীরছাহেব মাও: মো: খলিলুর রহমান, মাওলানা আবদুল মজিদ, কারী মো: আবুল কালাম আজাদসহ জমিয়তে হিজবুল্লাহ, যুব ও ছাত্র হিজবুল্লাহর নেতৃবৃন্দ প্রমুখ।

বক্তারা বলেন, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেই ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ কার্টুন চিত্র আকাঁ হয়েছে। সারা বিশ্বের মুসলমানরা এর বিচার চায়। আমরা দেশের সর্ব দক্ষিনের সমুদ্র সৈকতের ধর্মপ্রাণ মানুষ এর সাথে একাত্ততা ঘোষণা করছি। এসময় তারা ফ্রান্সের সকল পণ্য বর্জণ করার আহ্বান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads