ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির বড় ভুল!

ছবি : ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি

ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির বড় ভুল!

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ নভেম্বর, ২০১৮

চীনজুড়েই বিভিন্ন স্থানে বসানো আছে ক্যামেরা যার মাধ্যমে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে অপরাধী শনাক্ত করা হয়। বড় অপরাধের পাশাপাশি ছোট অপরাধী এমনকি ট্রাফিক আইন অমান্য করলেও এ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে পুলিশ। তবে গত সপ্তাহে ঝেঝিয়াং প্রদেশের একটি ক্যামেরা বড় ধরনের ভুল করে বসেছে। ক্যামেরায় ধরা পড়েছে এক নারী ট্রাফিক আইন অমান্য করে রাস্তা পার হচ্ছেন। ওই নারীর ছবি রাস্তার ধারে বসানো বড় পর্দায় দেখানো হচ্ছে। মজার বিষয় হলো অভিযুক্ত নারী তখন সেখানে ছিলেনই না।

অ্যাবাকাস নিউজ নামের একটি চীনা সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত নারীর নাম ডং মিংঝু। তিনি এয়ারকন্ডিশনার নির্মাতা প্রতিষ্ঠান গ্রি করপোরেশনের চেয়ারম্যান। একটি বাসের গায়ে থাকা বিজ্ঞাপনে তার বড় ছবি ছিল। এই ছবি দেখেই ক্যামেরা ধরে নিয়েছে তিনি ট্রাফিক আইন অমান্য করে রাস্তা পার হচ্ছেন। তাৎক্ষণিকভাবে তার ছবি এবং জাতীয় পরিচয়পত্র নম্বর রাস্তায় বসানো বড় পর্দায় দেখানো শুরু হলো।

যদিও পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে পোস্ট করে পুলিশ বিভাগ। সেখানো জানানো হয় প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমন ঘটনা ঘটেছে। তা ছাড়া এ ত্রুটির সমাধান করা হয়েছে বলেও জানানো হয় পোস্টে।

ট্রাফিক আইন অমান্যকারীদের শনাক্ত করতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ওপর চীনা পুলিশের নির্ভরতা দিন দিনই বাড়ছে। বেইজিং, সাংহাই এবং শেনঝেনের মতো বড় শহরে এ প্রযুক্তি চালু করা হয়েছে। এরই মধ্যে হাজার হাজার আইন ভঙ্গকারীকে ধরাও সম্ভব হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads