সোশ্যাল মিডিয়া

ফেসবুক.বিডি'র বিরুদ্ধে ফেসবুকের মামলা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ নভেম্বর, ২০২০

ফেসবুক ডটকম ডটবিডির বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মামলা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এতে ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপুরণ চাওয়া হয়েছে।

পাশাপাশি ডোমেইনটি যাতে ব্যবহার ও হস্তান্তর না করতে পারে, সেজন্য এর ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছে বিশ্বের সবচাইতে বড় সোশ্যাল মিডিয়া কোম্পানিটি।  

ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা করেছে ফেসবুক কর্তৃপক্ষের নিয়োগ করা আইনজীবী মোকছেদুল ইসলাম। পহেলা ডিসেম্বর মামলার শুনানির দিন ঠিক করা হয়েছে। এ-ওয়ান সফটওয়্যার লিমিটেড ও এসকে শামসুল আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।  

বিটিসিএলের ওয়েবসাইটে দেখা যায়, ফেসবুক ডটকমডটবিডি ডোমেইন ২০০৮ সালের ৭ই ডিসেম্বর সক্রিয় করা হয়। এর মেয়াদ আছে আগামী বছরের ৪ঠা ডিসেম্বর পর্যন্ত। সম্প্রতি 'ফেসবুক ডট কম ডট বিডি' ডোমেইনটি বিক্রির বিজ্ঞাপন দিলে তা ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে।

ডোমেইনটির দাম হাঁকা হয়েছে ৬ মিলিয়ন মার্কিন ডলার। এরপর ফেসবুক কর্তৃপক্ষ ডোমেইনটি বন্ধে আইনি নোটিশ দিলেও, বন্ধ না করায় শেষ পর্যন্ত মামলা করলো ফেসবুক কর্তৃপক্ষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads