সোশ্যাল মিডিয়া

ফেসবুক মেসেঞ্জারে বাংলাদেশি তরুণদের গেম

  • এম. রেজাউল করিম
  • প্রকাশিত ১৭ অক্টোবর, ২০১৮

বন্ধুদের সঙ্গে চ্যাটিং করার পাশাপাশি গেম খেলার জন্যও জনপ্রিয় হয়ে উঠেছে বৈশ্বিক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। আর ইতোমধ্যে এই ইন্সট্যান্ট গেমসের তালিকায় ‘রকেট রেস’ এবং ফাইন্ড ইট নামের দুটি গেম আপলোডের মাধ্যমে ফেসবুক ইন্সট্যান্ট গেমসের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করল দেশীয় গেম নির্মাতা প্রতিষ্ঠান ‘টিম রিবুট’।

মঙ্গলবার টিম রিবুটের সহপ্রতিষ্ঠাতা এমদাদুল হক ফেসবুক ইন্সট্যান্ট গেমসের বিষয়ে বাংলাদেশের খবরকে বলেন, কিছু দিন আগেই ফেসবুক গেম ডেভেলপারদের জন্য কিছুদিন আগেই উন্মুক্ত করে দিয়েছে প্ল্যাটফর্মটি। আর সেই সুযোগটি কাজে লাগাতেই আমরা এক সপ্তাহের ব্যবধানে দুটি গেম আপলোড করে ফেলেছি।

গেম দুটি সম্পর্কে তিনি বলেন, গেমগুলো সাধারণত ফেসবুক মেসেঞ্জারের অ্যাপের মাধ্যমে খেলা যায়। আবার কেউ চাইলে কম্পিউটারেও খেলতে পারবে। গেম দুটির মধ্যে রকেট রেস একটি চ্যালেঞ্জিং গেম। এই গেমে প্লেয়ারকে দুটি রকেট নিয়ন্ত্রণ করে খেলতে হবে। গেমের মধ্যে প্লেয়ার কে পয়েন্ট সংগ্রহ করে স্কোর বাড়াতে হবে এবং অনেক রকমের বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। এই গেমের মাধ্যমে গেমার তার বন্ধুকেও চ্যালেঞ্জ করতে পারবেন। এ ছাড়া গেমের মধ্যে গ্লোবাল এবং ফ্রেন্ড লিডারবোর্ড রাখা হয়েছে। গ্লোবাল লিডারবোর্ডে দেখা যাবে গেমার পুরো বিশ্বে কততম অবস্থানে আছে এবং তার ফ্রেন্ড লিডারবোর্ডে দেখতে পারবে সে ফ্রেন্ডদের মধ্যে কততম অবস্থানে আছেন। আর ফাইন্ডইট গেমটি মূলত ক্যাজুয়াল গেম। এই গেমটিতে প্লেয়ারকে একটি সংখ্যা দেওয়া হবে এবং এই সংখ্যাটি খোঁজার জন্য আপনাকে কয়েক মুহূর্ত সময় দেওয়া হবে। যত কম সময়ের মধ্যে সংখ্যাটি খুঁজে বের করতে পারবে, প্লেয়ার তত বেশি পয়েন্ট পাবে। এই গেমের মাধ্যমেও আপনার ফ্রেন্ডকে চ্যালেঞ্জ করা যাবে স্কোর বিট করার জন্য। এ ছাড়া গেমের মধ্যে গ্লোবাল এবং ফ্রেন্ড লিডারবোর্ডও থাকছে এই গেমে।

তিনি আরো বলেন, গেম দুটিকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের রয়েছে আলাদা আলাদা দুটি আকর্ষণীয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা বট, যা গেমারকে এই গেম সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে খেলতে বা বুঝতে সাহায্য করবে।

এমদাদ বলেন, এই দুটি গেম ডেভেলপ করতে আমাদের সময় লেগেছে দুই মাস। আর গেমগুলো নির্মাণ করতে সাহায্য করেছেন আমাদের টিমের জিসান হায়দার জয়, রেজাউল হাসান ইভান, এমদাদুল হক, আবদুল্লাহ আল মামুন, তানভিরুল হক, হূদয় কৃষ্ণ বালা, হাসান রহীম।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমরা আরো কিছু গেম নিয়ে কাজ করছি যা কুব তাড়াতাড়ি ফেসবুক মেসেঞ্জারে পাবলিশ করা হবে। আমাদের কাজের সব আপডেট আমাদের ফেসবুক পেজ ঞবধস জবনড়ড়ঃ-এ পাবেন।

প্রসঙ্গত, ইন্সট্যান্ট গেমস হচ্ছে ফেসবুক অ্যাপ ও মেসেঞ্জারে ন্যাটিভ এইচটিএমএল ফাইভ গেমস যা ফেসবুকের প্ল্যাটফর্মে হোস্ট করা থাকবে। এগুলো খেলার জন্য ব্যবহারকারীদের কোনো গেম ডাউনলোড করতে হবে না। বরং সরাসরি ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপে লিঙ্ক ক্লিক করেই সঙ্গে সঙ্গে গেমগুলো খেলা যাবে। এজন্য তাদের ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপের বাইরেও যেতে হবে না। এ ছাড়া ডেস্কটপেও খেলা যাবে ইন্সট্যান্ট গেমস।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads