বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি এমপি বলেছেন, আপনারা আমাকে গত ১০ বছর আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন, উন্নয়ন করার সুযোগ দিয়েছেন। গত ১০ বছরে আপনাদের এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। কিছুদিন আগেও এই স্কুলে একটি ভবন করা হয়েছে। আপনারা আমাকে আবারো আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
আজ মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী জি. এম. ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলি আশ্বাদ মিয়াজী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করবে চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদফতর।