নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের নৌকার মাঝি হতে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার। রোববার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
আজ রোববার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।
পত্নীতলা উপজেলা আ.লীগের সভাপতি ইসাহাক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নওগাঁ-২ আসনে জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামানকে আবারো নৌকার মাঝি হতে দলীয় মনোনয়ন দেওয়ার খবরে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও সাধারণ মানুষ’।