মাহদি সুলতানের প্রথম মৌলিক গান ‘তোর মন পাড়ায়’ গানটিতে প্রথমবার একসঙ্গে জুটিবদ্ধ হয়ে মডেল হিসেবে কাজ করেছিলেন রাসেল খান ও শাকিলা পারভীন। এই গানটি এরই মধ্যে প্রায় পাঁচ কোটি ভিউয়ার উপভোগ করেছেন। একই শিল্পীর নতুন গান ‘আবেগী মন’-এ আবারো তারা দুজন একসঙ্গে কাজ করেছেন। পহেলা বৈশাখ উপলক্ষে এরই মধ্যে গানটি ইউটিউবে প্রকাশও হয়েছে। ‘আবেগী মন’ গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন মাহদি সুলতান। গানের কথা লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। সঙ্গীতায়োজন করেছেন যথারীতি অয়ন চাকলাদার।
প্রকাশের মাত্র চার দিনে গানটি দেড় লাখেরও বেশি ভিউয়ার গানটি উপভোগ করেছেন। শিল্পী মাহদি সুলতানের আশাবাদ এই গানটিও শ্রোতা-দর্শকের মন ছুঁয়ে যাবে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রেজা মাহমুদ। রাসেল ও শাকিলাকে একটি সুন্দর গল্পের মধ্য দিয়ে গানে গানে উপস্থাপন করা হয়েছে। গ্রামীণ জীবনের একটি সাধারণ গল্পে রাসেল ও শাকিলার অনবদ্য অভিনয় মাহদির গানে গানে দর্শক উপভোগ করবেন।
গানটিতে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে রাসেল খান বলেন, ‘এর আগে মাহদির তোর মন পাড়ায় আমি আর শাকিলা কাজ করেছিলাম। সেই গানটি প্রায় পাঁচ কোটি ভিউয়ার উপভোগ করেছেন। দর্শকের কাছে আমরা কৃতজ্ঞ যে গানটি এতবার আপনারা উপভোগ করেছেন। তোর মন পাড়ায়-এর মতো আবেগী মন গানটিতেও অতি সাধারণ একটি গল্প আছে, যা দর্শককে মুগ্ধ করবে। গানটির কথা এবং সুর-সঙ্গীতও সবার মনকে ছুঁয়ে যাবে। মাহদি সুলতান অনেক দরদ দিয়ে আবেগী মন গানটি গেয়েছেন। শাকিলা এবং আমার মনোমুগ্ধকর অভিনয়ও দর্শকের যে ভালো লাগছে তা কিছুটা হলেও অনুভব করছি।’
শাকিলা পারভীন বলেন, ‘রাসেলের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। আমাদের প্রথম কাজটিও অনেক ভালো হয়েছে এবং প্রশংসিত হয়েছে। আবেগী মন নিয়েও আমি দারুণভাবে আশাবাদী। আশা করছি মাহদি সুলতানের নতুন এ গানটিও সঙ্গীতাঙ্গনে নতুন মাইলফলক সৃষ্টি করবে। কারণ, দিন দিন এই গানের ভিউয়ার্স বেড়েই চলেছে।’