নীলফামারী প্রতিনিধি:
বন্যায় ক্ষতিগ্রস্থ ফেনি জেলার ফুলগাজি উপজেলার কৃষকদের জন্য আমন ধানের চারা পাঠিয়েছেন নীলফামারী ডোমারের হরিণচড়া ইউনিয়ন যুবদল। এতে ১৪০বিঘা জমিতে এই আমন ধানের দোগাছি বা বলান চারা রোপণ করা যাবে বলে জানান উপজেলা কৃষি বিভাগ।
সম্প্রতি ট্রাকযোগে ফেনির ফুলগাজি এলাকায় ধানের চারা দিয়ে আসেন ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক দুলাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব শাহজাহান আলী ও সদস্য সামিউল ইসলাম।
স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠন যুবদল নেতৃবৃন্দের উদ্যোগে আমন ধানের এই চারা সংগ্রহ করা হয়, ফেনিতে বন্যা কবলিত কৃষকদের আবাদের জন্য।
হরিণচড়া যুবদলের আহবায়ক জানান, আমরা প্রায় ১৪০বিঘা আমন ধানের দোগাছি চারা সংগ্রহ করি বন্যায় কবলিত ফেনির ফুলগাজি এলাকার কৃষকদের জন্য। এসব চারা সেখানকার ১০০ জন কৃষক ১৪০বিঘা জমিতে রোপন করতে পারবেন বলে আশা করেন তিনি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী বলেন, ভারত থেকে আসা সৃষ্ট বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ এলাকায় ধানের চারা পাঠিয়ে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলার হরিণচড়া ইউনিয়ন যুবদল।
ক্ষতিগ্রস্থ এলাকায় বীজতলাসহ উঠতি আমন ধানের চারা নষ্ট হয়ে গেছে। তাই নীলফামারী ডোমারের চারা পেয়ে তারা অনেকটা উপকৃত হবেন এবং আনন্দিত। তিনি বলেন, কেন্দ্রিয়ভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুবদলের প্রতিটি নেতা কর্মীকে নির্দেশ দেয়া রয়েছে।
ফেনির ফুলগাজি উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথাও হয়েছে সেখানকার ক্ষতিগ্রস্থ কৃষকরা ধন্যবাদের সাথে এই চারা রোপণ করবেন।
এমন উদ্যোগের প্রশংসা করে নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু বকর সাইফুল ইসলাম বলেন, এই দোগছি চারা বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় (সেখানে) রোপণ করা হলেও কোন ক্ষতি হবে না। বরং ভালো ফলন এবং যথাসময়ে ধান ঘরে তুলতে পারবেন বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা।