রাজধানীর তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। জুয়ার আসর বসার অভিযোগ পেয়ে এ অভিযানে নামে পুলিশ।
আজ সোমবার বিকাল ৫টার দিকে একজন নির্বাহী হকিমের নেতৃত্বে ওই ক্লাবে অভিযান শুরু হয়।
পুলিশের তেঁজগাও জোনের উপ কমিশনার আনিসুর রহমান জানান, সোমবার বিকাল ৫টার দিকে একজন নির্বাহী হকিমের নেতৃত্বে ওই ক্লাবে অভিযান শুরু হয়।
গোয়েন্দা পুলিশের এডিসি আনিসুর রহমান বলেন, “আমরা ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চালাতে এসেছি। এখানে অবৈধ অন্য কিছু পাওয়া গেলে সে বিষয়েও আমরা ব্যবস্থা নেব।”
গত বুধবার ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবসহ চারটি ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম, কয়েক লাখ টাকা ও মদ উদ্ধার করে র্যা ব।
অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে ওই ক্লাবের সভাপতি যুবলীগের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে সেদিন গ্রেপ্তার করা হয়।
এরপর গত শুক্রবার ঢাকার কলাবাগান ক্রীড়াচক্র ও ধানমণ্ডি ক্লাবেও অভিযান চালায় র্যাসব। কলাবাগান ক্রীড়াচক্র থেকে ক্লাব সভাপতি কৃষক লীগ নেতা সফিকুল আলম ফিরোজসহ পাঁচজনকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এরপর র্যাবের পাশাপাশি অভিযানে নামে পুলিশ। গতকাল রোববার রাজধানী মতিঝিলের চারটি ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। ক্লাবগুলো হলো- আরামবাগ, দিলকুশা, মোহামেডান ও ভিক্টোরিয়া। এসময় ক্লাবগুলো থেকে টাকা, মদ, সিসা ও ক্যাসিনোর সামগ্রী জব্দ করা হয়।