ফুল খাতের উন্নয়নে সরকারের পক্ষ হতে প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন এবং গবেষণা পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার আয়োজিত তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আমিনুল ইসলাম ফুল খাতের সার্বিক উন্নয়নে ‘বাংলাদেশ ফ্লাওয়ার গ্রোওয়ার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়শন’ নামে একটি সংগঠন স্থাপনের পক্ষে মত প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশ হলো ‘ল্যান্ড অব ফ্লাওয়ার’ এবং সম্প্রতি দেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে সমাজের নানাস্তরে ফুলের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই বাস্তবতায় আমাদের দেশে ফুলের বাণিজ্যিক চাষাবাদের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। ফুল চাষের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য দীর্ঘমেয়াদি নীতি সহায়তা প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান বলেন, বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ১৪.৩২ শতাংশ এবং মোট জনগোষ্ঠীর প্রায় ৪০.৬ শতাংশ কৃষি খাতের সঙ্গে সম্পৃক্ত। কৃষিভিত্তিক একটি পণ্য হিসেবে ফুলের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) তথ্যমতে, সারা পৃথিবীতে ফুলের বাজার প্রতিবছর ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ডিসিসিআই’র সভাপতি বলেন, বর্তমানে সার্বিকভাবে ফুলের বাজারমূল্য প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল থেকে অনুষ্ঠিত এ এক্সিবিশন ও কনফারেন্সে প্রায় ৭০টি স্টলে দেশি-বিদেশি উদ্যোক্তারা অংশ নিয়েছেন। সঙ্গে তারা তাদের ফুল ও ফুল সংশ্লিষ্ট পণ্য প্রদর্শন করছে। যেখানে থাইল্যান্ড, ভারত এবং নেপালের ১২টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মেলা রাত ৮টা পর্যন্ত চলছে যা সবার জন্য উন্মুক্ত।