দিনাজপুরের ফুলবাড়ীতে আজ শুক্রবার বেলা ১১টায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে শ্রী আমিন মন্ডল টুডু’র (৭০) মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত শ্রী আমিন মন্ডল টুডু বিরামপুরের খানপুর ইউনিয়নের দক্ষিণ সাহাবাজপুর কামারপাড়া গ্রামের মৃত ভূষণ টুডুর ছেলে। এ ঘটনায় চালকসহ ট্রাক আটক করেছে থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দিনাজপুর থেকে মা-বাবার দোয়া পরিবহন নামের ধান বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৩-১২৭৬) বিরামপুর যাওয়ার সময় ফুলবাড়ী পৌর শহরের গৌরীপাড়াস্থ ইউডিপিএস সংস্থার অফিসের সামনে বিপরীত দিক থেকে বাইসাইকেলে আসা শ্রী আমিন মন্ডল টুডুকে চাপা দিয়ে পিষ্ঠ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই আমিন মন্ডল টুডুর মৃত্যু হয়। তবে স্থানীয়রা ট্রাকের চালকসহ ট্রাক আটক করে থানায় সোপর্দ করেন। আটক চালক মো. ফারুক হোসেন (৩২) দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ি গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রহমত আলী বলেন, আমিন মন্ডল টুডু ধান বিক্রি করতে সকালে বাড়ি থেকে ফুলবাড়িতে এসে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। তার নিজের কোনো সন্তান না থাকলেও একজন পালিত কন্যা রয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে আটকসহ ট্রাকটি থানা নিয়ে আসে। একই সঙ্গে নিহত শ্রী আমিন মন্ডল টুডুর মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।