দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শিকদার আজ শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৭দফা ইস্তেহার ঘোষণা করেছেন।
সকাল সাড়ে ১০টায় স্থানীয় চৌধুরীর মোড়স্থ উপজেলা শাখা ওয়ার্কার্স পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৭ দফা লিখিত ইস্তেহার পাঠ করেন চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিকদার। এসময় উপস্থিত ছিলেন কৃষক নেতা মোর্শারফ হোসেন বাবু, আহম্মদ আলী খোকন, সুলতান ইসলাম, ওয়ার্কার্স পার্টির সদস্য মোস্তাফিজুর রহমান, ছাত্রনেতা আল আমিন, হাশেম রেজা রুবেল, সাজেদুর ইসলাম প্রমুখ।
১৭দফা ইস্তেহারের মধ্যে রয়েছে-
১। ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে সরকার কর্তৃক ৬দফা সমঝোতা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং আন্দোলনকারী নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা
২। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০শয্যায় উন্নীতকরণ প্যাথলজি আধুনিকরণসহ পর্যাপ্ত ডাক্তার-নার্স নিয়োগ এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবার মান নিশ্চিত করা
৩। উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় আধুনিক ডায়াবেটিকস রোগের চিকিৎসা নিশ্চিত করার জন্য ডায়াবেটিকস হাসপাতাল নির্মাণ
৪। উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় কোল্ডস্টোরেজ নির্মাণসহ কৃষকদের কৃষিপণ্য সংরক্ষণ ও বিক্রির স্বার্থে কৃষক পরিচালিত কৃষক সমবায় মার্কেট স্থাপন
৫। পৌরসভাসহ ইউনিয়নের হাটবাজারের নামে ইজারাদারদের অতিরিক্ত জমা-তোলাবাজি বন্ধ ও ইউনিয়ন পর্যায়ের হাটবাজারে গণসৌচাগার নির্মাণ
৬। পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রশাসন কর্তৃক অনিয়ম, দুর্নীতি, হয়রানি এবং গ্রাহক প্রতিনিধির আধিপত্য বন্ধ
৭। উপজেলার ক, খ তফসিলভুক্ত জমির আইনি জটিলতা নিরসন করা, ভূমি ও সেটেলমেন্ট, সাব-রেজিষ্ট্রার অফিসের হয়রানি, দুর্নীতি বন্ধসহ অফিসগুলোকে আধুনিককরণ করা
৮। উপজেলায় কৃষিতে, শিল্প কলকারখানায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রর উৎপাদিত বিদ্যুৎ সরাসরি সংযোগ দেওয়াসহ ২৪ঘন্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা
৯। ফুলবাড়ী রেল স্টেশন থেকে ঢাকা পর্যন্ত যাতায়াতের সুবিধার্থে আন্তঃনগর দ্রুতযান, একতা ও নীলসাগর ট্রেনে পর্যাপ্ত আসন বৃদ্ধিসহ স্টেশনের বিশ্রামাগার, টয়লেট, প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বরাদ্দসহ আধুনিক স্টেশনে রূপান্তিত করা
১০। উপজেলা খাস জমি, খাস পুকুর প্রকৃত ভূমিহীনদের ও প্রকৃত মৎস্যজীবীদেরকে বরাদ্দ নিশ্চিত ও মৎস্য চাষের বিশেষাঞ্চল গড়ে তোলা
১১। পৌরএলাকার সরকারি উদ্যোগে আধুনিক সুবিধা সম্পন্ন কমিউনিটি সেন্টার ও শিশু কিশোরদের বিনোদনের জন্য শিশুপার্ক নির্মাণসহ আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে শতভাগ উপবৃত্তির আওতায় আনা
১২। ফুলবাড়ী সরকারি কলেজে ছাত্রী হোস্টেল, শিক্ষকদের আবাসিক ভবনসহ একাডেমিক ভবন নির্মাণ, সংস্কৃতিক কর্মকান্ডকে এগিয়ে নিতে আধুনিক অডিটোরিয়াম নির্মাণ করা
১৩। উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, কবর, শশ্মানসহ বিভিন্ন ভূমির অধিকার সংরক্ষণ করা
১৪। গরু-ছাগল, হাঁস-মুরগী পালনে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরকে আরো কার্যকরী করা এবং প্রতি পশু পালনে ৩% সুদে ঋণের ব্যবস্থা করাসহ ভারতীয় গরু আমদানি বন্ধ করা
১৫। উপজেলা দুস্থ্য কৃষিজীবী, শ্রমজীবী নারীদের বছরজুড়ে কাজের নিশ্চয়তাসহ রেশনিংয়ের আওতায় আনা এবং আশ্রায়ন প্রকল্প গড়ে তুলে বাসস্থান সুবিধা নিশ্চিত, গরীব কৃষক, ক্ষেতমজুর, রিকশা-ভ্যান শ্রমিকদের বছরজুড়ে পল্লী রেশোনিং ব্যবস্থ্য চালু করা
১৬। মাদক দুর্নীতি বন্ধ ও তরুণ যুবশক্তিকে মানবিক সম্পদে রূপান্তরের লক্ষ্যে এলাকার শিল্পাঞ্চল গড়ে তোরা, সরকারিভাবে পৃষ্টপোষকতা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড বৃদ্ধি করা এবং
১৭। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, দুস্থ্য ভাতা ও একটি বাড়ি একটি খামারসহ সকলপ্রকার সরকারি উন্নয়ন বরাদ্দের ঘুষ, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাতুড়ি প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শিকদার বলেন, তিনি নির্বাচিত হলে ফুলবাড়ী একটি সকলের জন্য মডেল উপজেলা বিনির্মান করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি বাল্য বিয়ে, মাদকসহ সকল প্রকার অসামাজিক কার্যকলাপ এবং সমাজ বিরোধী কর্মকান্ড বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।





