কুড়িগ্রামের ফুলবাড়ীতে "হোসেন আলী হাসনা ফাউন্ডেশন" এর উদ্যোগে ৭৫ জনপ্রতিবন্ধি ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক আব্দুল হানিফ নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা ওমর আলী, বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





