ময়মনসিংহের ফুলপুরে তুচ্ছ ঘটনায় মারুফ (৮) নামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে ধাক্কা দিয়ে আগুনে ফেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে।
জানা যায়, শনিবার দুপুরে স্কুল ছুটির পর মারুফ বাড়ি ফেরার পথে স্থানীয় মৌলভী জালাল উদ্দিনের গাছ থেকে জলপাই কুঁড়িয়ে খেয়ে খেয়ে যাচ্ছিল। পরে তার কাছে জলপাই চেয়েছিল মালিঝিকান্দা গ্রামের ফরিদের ছেলে শামীম (১৬)। তাকে জলপাই না দেওয়ায় মারুফকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খড়খুটোতে জ্বলতে থাকা আগুনে ফেলে দেয় শামীম। এতে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে শামিমের পরিবার বলছে, আগুনে ফেলে দেওয়ার ঘটনাটি সত্য নয়। মারুফ নিজেই পিছিয়ে গিয়ে আগুনে পরে যায়। মারুফ উপজেলার বনপাড়া গ্রামের দিনমজুর সুরুজ আলীর পুত্র। সে মালিঝিকান্দা শেখ রাসেল শিশু নিকেতন নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর অফিসার ইনচার্জ মুহাম্মদ বদরুল আলম খান বলেন, বিষয়টি শুনেছি। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।