ফাইভজি প্রযুক্তি নিয়ে বাজারে আসবে গ্যালাক্সি এস১০

গ্যালাক্সি এস১০

সংগৃহীত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

ফাইভজি প্রযুক্তি নিয়ে বাজারে আসবে গ্যালাক্সি এস১০

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৯ অক্টোবর, ২০১৮

স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস১০-এ ফাইভজি প্রযুক্তি থাকছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ প্রতিবেদনে বলা হয়েছে, মোট তিনটি ভিন্ন সংস্করণে বাজারে আসবে গ্যালাক্সি এস১০ যার একটি সংস্করণ হবে ফাইভজি নেটওয়ার্ক সমর্থিত এবং এটি ছাড়া হবে যুক্তরাষ্ট্রের বাজারে।

স্মার্টফোনটি ডিসপ্লের আকার হবে এস৯-এর সমান, ৫ দশমিক ৮ ইঞ্চি। এ ছাড়া এতে থাকতে পারে তিনটি রিয়ার ক্যামেরা। এ ছাড়া ফ্ল্যাগশিপটির ফ্রন্ট ক্যামেরা ডিসপ্লের নিচে থাকবে বলেও উল্লেখ করা হয়েছে ব্লুমবার্গের এ প্রতিবেদনে।

ফোনটির ডিসপ্লে দুই পাশেই বাঁকানো হবে। উপরে কিংবা নিচে, কোনোদিকেই বেজেল থাকবে না। ব্যবহার করা হবে ইন-ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।

ফাইভজি সংস্করণের পাশাপাশি অ্যাপলের পথ অনুসরণ করে স্মার্টফোনটির আরো দুটি বাজেট সংস্করণ আনবে স্যামসাং।

ব্লুমবার্গের এ প্রতিবেদনে স্যামসাংয়ের আলোচিত ভাঁজ করা স্মার্টফোনের কথাও বলা হয়েছে। প্রতিষ্ঠানটি ‘উইনার’ সাংকেতিক নামে এ ফোনটি নিয়ে কাজ করছে এবং এর ডিজাইনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। স্মার্টফোনটিতে গ্যালাক্সি এস১০-এর মতো ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে না। তবে বাইরের দিকে থাকতে পারে ৪ ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে যার মাধ্যমে ফোনের ভাঁজ না খুলেই ইমেইল, নোটিফিকেশন চেক করা যাবে।

তবে ব্লুমবার্গের এ প্রতিবেদনের বিষয়ে স্যামসাং কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads