ঘড়ির কাঁটায় তখন ঠিক সাড়ে ১০টা। সকালের ঝলমলে আকাশে নেই মেঘের ছিটেফোঁটাও। রানওয়েতে উড্ডয়নের অপেক্ষায় একটি বিমান। ১০ মিনিট পরই বেংকুলু থেকে জাকার্তার উদ্দেশে উড্ডয়ন করবে সেটি। পাইলট শেষ মুহূর্তের চেকআপও সেরেছেন। কিন্তু ইঞ্জিনের গর্জনের শব্দ ছাপিয়ে তার কানে আসছে তীব্র হট্টগোলের শব্দ। সেই সঙ্গে বিমানটির উড্ডয়ন থামানোর জন্য একটি জরুরি অনুরোধও আসে তার কাছে। বেচারা পাইলটের আর কী করা। অপেক্ষাই করতে হলো তাকে। এর প্রায় সোয়া এক ঘণ্টা পর উড়ল তার বিমান।
ঘটনাটি ঘটেছে গত সোমবার, ইন্দোনেশিয়ায়। তবে সন্ত্রাসী হামলার আশঙ্কা বা যান্ত্রিক কোনো গোলযোগের কারণে এই বিলম্ব হয়নি। হয়েছে দেশটির জনপ্রিয় ফল ডুরিয়ানের তীব্র গন্ধের কারণে।
বিবিসি বলছে, ওইদিন বেংকুলু থেকে জাকার্তাগামী একটি ফ্লাইটে ঘটে এই ঘটনা। বিমানটির একটি কেবিনে রাখা ছিল প্রায় দুই হাজার কেজি ডুরিয়ান। কার্গো বিমানটিতে ছিলেন বেশ কিছু যাত্রীও। আর তাদের কয়েকজনই বাধান গোলটা। ডুরিয়ানের গন্ধ তাদের কাছে অসহনীয় মনে হচ্ছিল। তাই তারা আপত্তি জানান বিষয়টি নিয়ে। তবে আগেও যেহেতু ডুরিয়ান বহনের অভিজ্ঞতা আছে তাই বিমানের ক্রুরা কয়েকজন যাত্রীর আপত্তিতে কান দিতে চাননি। কিন্তু যাত্রীরাও নাছোড়বান্দা। শেষ পর্যন্ত যাত্রীদের তীব্র প্রতিবাদের মুখে ডুরিয়ানগুলো বিমান থেকে নামাতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ঘটনাটি সোমবারের হলেও বিমান কর্তৃপক্ষ সেটি প্রকাশ্যে আনেনি। তবে বিমানের এক যাত্রী পুরো ঘটনাটির ভিডিও ফেসবুকে দিলে মঙ্গলবার আলোচনায় আসে সেই ঘটনা। বুধবার সেটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সারা বিশ্বেই। এরপর বিমান সংস্থাটি ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, ডুরিয়ান বহন করা বেআইনি নয়। অনেক বিমান সংস্থাই এই ফল বহন করে। তাছাড়া ফলগুলো র্যাপিং পেপারে মোড়া ছিল। তবে যাত্রীদের দাবির মুখে সেগুলো নামিয়ে ফেলা হয় বলে জাকার্তা পোস্টকে জানান বিমান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক রাত্রি মায়া।
চলতি বছরের এপ্রিল মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী ও শিক্ষককে ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়া হয় এই ফলের গন্ধের কারণে। রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজি নামের ওই বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও শিক্ষকরা এক সকালে পচে যাওয়া ডুরিয়ান ফলের গন্ধকে ক্ষতিকর রাসায়নিক গ্যাস মনে করে আতঙ্কিত হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা স্থানীয় পুলিশের কাছে ওই দুর্গন্ধের বিষয়ে অভিযোগ করলে পুলিশ শিক্ষার্থীদের ওই গ্রন্থাগার ভবন থেকে বের করে দেয়। ব্যাপক অনুসন্ধানও শুরু করে তারা। কিন্তু এই অনুসন্ধানে লাইব্রেরির তাকে পায় পচে যাওয়া ডুরিয়ান ফল।
ডুরিয়ান গ্রীষ্মমণ্ডলীয় ফল। এর সঙ্গে বাংলাদেশের কাঁঠালের কিছুটা মিল আছে। এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের মানুষের কাছে পরিচিত ফল। ফলটির গন্ধ পেঁয়াজ, তারপিন আর ঘেমে যাওয়া মোজার গন্ধ মেলালে যেমন হয় তেমন উৎকট।