ফরিদগঞ্জ গৃহবধুকে ধর্ষণ ও ভিডিও ধারণ, দুই যুবক আটক

প্রতীকী ছবি

সারা দেশ

ফরিদগঞ্জ গৃহবধুকে ধর্ষণ ও ভিডিও ধারণ, দুই যুবক আটক

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, ২০২০

ফরিদগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে জোরপুর্বক ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি ঘটনায় থানা পুলিশ দুই যুবককে আটক করেছে।

আটকৃতরা হলেন- পৌর এলাকার উত্তর কেরোয়া গ্রামের মো. আনোয়ার উল্যাহর ছেলে মো. ইয়াছিন হোসেন (২১), আব্দুল হান্নানের ছেলে মোঃ রাজা (২০)। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, ওই গৃহবধুকে মাসুম (২৮) জোরপূর্বক ধর্ষণ করে। তার সহযোগী ইয়াছিন(২১) ধর্ষণ দৃশ্য ধারণ করে এবং অপরজন রাজা(২০) বাইরে থেকে পাহারা দেয়।

পরে ওই যুবকরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া ও তার সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়। ফলে বাধ্য হয়ে ওই গৃহবধুকে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ইয়াছিন ও রাজাকে আটক করে। পরে তাদের বৃহষ্পতিবার দুপুরে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, গৃহবধুর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে দুই যুবককে আটক করা হয়েছে। এছাড়া প্রধান অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads