ফরিদগঞ্জে সড়ক দূর্ঘটনা হ্রাসে সড়কে ট্রাক্টর নিষিদ্ধ ও ট্রাক্টরের নিচে চাপা পড়ে নির্মম ভাবে প্রাণ হারানো স্কুল ছাত্র সাইফুল ইসলাম আফিফের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন হয়েছে।
রোববার সকালে ‘নিরাপদ সড়ক চাই’ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক বারাকাত উল্ল্যা পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ এ আর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহ মো: মকবুল হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, বর্তমান সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রবিদাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন মিঠু, উপজেলা আওয়ামী গুণিজন পরিষদের সাধারণ সম্পাদক মাহবুুব মোর্শেদ, সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদ, জাকির হোসেন সৈকত, জসিম উদ্দিন, জাহিদ হোসেন, ক্রীড়াবিদ আনোয়ার হোসেন , মো: শাহাবুদ্দিন খান, পাপন দাস প্রমুখ।