ফরিদগঞ্জের বিএনপি প্রার্থী এম এ হান্নানের প্রার্থীতা স্থগিত

বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান

সংগৃহীত ছবি

নির্বাচন

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)

ফরিদগঞ্জের বিএনপি প্রার্থী এম এ হান্নানের প্রার্থীতা স্থগিত

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নানের প্রার্থীতা স্থগিত করেছে হাইর্কোট। গতকাল সোমবার হাইকোর্টের এক বেঞ্চ সোনারী ব্যাংকের ঋণ খেলাপী জনিত কারণে তার মনোনয়ন স্থগিত করেছে।

জানা গেছে, সোমবার বিকালে হাইকোর্ট বিভাগের বিচারপতি জেবিএম হাসান ও মো: খায়রুল আলমের একটি যৌথ বেঞ্চে সোনালী ব্যাংক রমনা শাখার ঋণ খেলাপি জনিত আবেদনের শুনানী শেষে  চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি প্রার্থী এম এ হান্নানের প্রার্থীতা স্থগিত করেছেন।

এ ব্যাপারে বিএনপির প্রার্থী এম এ হান্নান মুঠো ফোনে সাংবাদিকদের কাছে প্রার্থীতা স্থগিতের বিষয়টি স্বীকার করে বলেন, ‘স্থগিতের বিষয়ে আপিল করা হবে।  এই বিষয়ের একটি মামলা সুপ্রিম কোর্টের একটি বিভাগে চলমান। আগামী ২ জানুয়ারী মামলাটির পরবর্তী তারিখ নির্ধারণ করা রয়েছে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads