রাজধানীতে হাইকোর্টের সামনে গাড়ি ভাংচুরের ঘটনায় করা মামলায় আগাম জামিন নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষস্থানীয় চার নেতা।
আজ বৃহস্পতিবার তারা হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের আট সপ্তাহের আগাম জামিন দেন।
আগাম জামিন নেওয়া অপর তিন নেতা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
হাইকোর্টের সামনে মঙ্গলবারের ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৫০০ জনের নামে মামলা করে।
এই মামলায় বৃহস্পতিবার বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।