ক্রিকেট

প্রোটিয়াদের সিরিজ জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৪ মার্চ, ২০১৯

বোলার হিসেবে পরিচিত ইসুরু উদানার মারমুখী ব্যাটিংয়ের পরও জয় কপালে জুটল না সফরকারী শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিততে ১৮১ রানের টার্গেট পায় সফরকারী শ্রীলঙ্কা। সেই লক্ষ্যে ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। এখানেই শ্রীলঙ্কার হার প্রায় নিশ্চিত হয়ে যায়। কিন্তু কঠিন পরিস্থিতিতে আট নম্বরে ব্যাট হাতে নেমে শ্রীলঙ্কার হার এড়ানোর পণ করেন বাঁ-হাতি পেসার উদানা। কিন্তু সঙ্গীর অভাবে পারেননি তিনি। ৪৮ বলে উদানার অপরাজিত ৮৪ রানের পরও ৯ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬ রানে হারল শ্রীলঙ্কা।

তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ফেলে প্রোটিয়ারা। এখন ২-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। প্রথম টি-টোয়েন্টি সুপার ওভারে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। আজ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও টি-টোয়েন্টি। সেঞ্চুরিয়নে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে শ্রীলঙ্কা। ব্যাট হাতে শুরুতে দলকে বড় স্কোর এনে দিতে পারেননি দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার এইডেন মার্করাম ও রেজা হেনড্রিক্স। মাত্র ৯ রানের জুটি গড়েন তারা। মার্করাম ব্যক্তিগত ৩ রানে ফিরলে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

ইনিংসের দ্বিতীয় ওভারেই জুটি বাঁধেন হেনিড্রক্স ও ভ্যান ডার ডুসেন। শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন তারা। ওভারপ্রতি ৮ রানের ওপর রান তুলতে থাকেন তারা। ফলে দলীয় স্কোর বড় হতে থাকে। এর মধ্যে হাফসেঞ্চুরি তুলে নেন দুজনই। তবে দলীয় ১২৫ রানে হেনড্রিক্স ও ১৩৮ রানে ডুসেন বিদায় নেন। হেনড্রিক্স ৯ চারে ৪৬ বলে ৬৫ ও ডুসেন ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৬৪ রান করেন। দ্বিতীয় উইকেটে ৭৭ বলে ১১৬ রান করেন তারা। দলকে বড় স্কোরের ভিত গড়ে দেওয়া হেনড্রিক্স ও ডুসেনের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে ১৮০ রানের সংগ্রহ এনে দেন অধিনায়ক জেপি ডুমিনি। ২টি করে চার-ছক্কায় ১৭ বলে অপরাজিত ৩৩ রান করেন তিনি। ৯ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার। জবাবে ১৮১ রানের বড় লক্ষ্যে ব্যর্থতা প্রদর্শনে মেতে ওঠেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ৬২ রানে দলের স্বীকৃত ব্যাটসম্যানরা থেমে যান। এ অবস্থায় ম্যাচ নিয়ে ভালো কিছু ভাবার চিন্তা বাদ দেয় শ্রীলঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা নিয়ে ছিলেন উদানা। সাহস পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্যই শেষ হওয়া চতুর্থ ওয়ানডে থেকে। ওই ম্যাচে ৯৭ রানে ৭ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। এরপর নয় নম্বরে ব্যাট হাতে নেমে ৭ চার ও ৪ ছক্কায় ৫৭ বলে ৭৮ রান করেছিলেন উদানা। অবশ্য দলকে হার থেকে রক্ষা করতে পারেননি তিনি। তবে ওই আত্মবিশ্বাস থেকে এবারো লড়াই শুরু করেন তিনি। কিন্তু সঙ্গীর অভাবে ও বল ফুরিয়ে যাওয়ায় দলকে সাফল্য এনে দিতে পারেননি উদানা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ দলকে এনে দেন উদানা। তিনি নিজে করেন ৪৮ বলে অনবদ্য ৮৪ রান। ৩৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। তার ইনিংসে ৮টি চার ও ৬টি ছক্কা ছিল। শ্রীলঙ্কার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে থিসারা পেরেরার ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস ৩২ রানে ৩ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার ডুসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads