মহানগর

প্রেমিক-প্রেমিকা সেজে ছিনতাই!

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১৯ নভেম্বর, ২০২০

চট্টগ্রাম নগরে একই প্রতিষ্ঠানে চাকরি করেন নাছির, রাজু ও সেলিম। মঙ্গলবার রাত ৮টার দিকে নগরের জয় পাহাড়ের ভেতর দিয়ে তারা কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। সার্সন রোডে সিজিএস স্কুলের পাশা আসা মাত্রই সিএনজি অটোরিকশা থেকে নেমে সেলিমের পথ রোধ করে এক তরুণী। এ সময় কিছু বুঝে ওঠার আগেই অপর এক তরুণ সেলিমের বুকে, পেটে ও উরুতে ধারালো ছোরা দিয়ে জখম করে। এরপর তার মোবাইল ফোন নিয়ে আবারো অটোরিকশাযোগে পালিয়ে যায় ওই তরুণ-তরুণী। গত তিন দিনে চট্টগ্রাম নগরে এরকম অন্তত সাতটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  দুটি ঘটনায়ই নগরের কোতোয়ালি থানায় মামলা হয়েছে। অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে ১৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ছিনতাইকারীদের মধ্যে দুই নারী ও পাঁচ কিশোর রয়েছে। তাদের মধ্যে রয়েছে প্রেমিক-প্রেমিকা সেজে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকা দুজন। কোতোয়ালি থানার রহমতগঞ্জ এলাকায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আগের ঘটনার মতোই এক তরুণী সিএনজি অটোরিকশা থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে আছে। মোবাইল হাতে এক পথচারী পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ওই তরুণী পথচারীকে সামনে থেকে আগলে ধরতেই তার সঙ্গে থাকা আরেক তরুণ ছোরা দিয়ে পথচারীকে আঘাত করতে থাকে। একপর্যায়ে গুরুতর জখম পথচারীর হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে ওই তরুণ-তরুণী পালিয়ে যায়।অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ছুরিকাঘাতে আহত যুবককে হাসপাতালে পাঠাই। পরে খোঁজ নিতে গিয়ে ওই সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসে। তিনি বলেন, প্রথমে বিষয়টি দেখে আমাদের কাছে মনে হয়, এটি কোনো নারীঘটিত ঘটনা। কিন্তু পরে বুঝতে পারি, এটা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার কৌশল। এর পরিপ্রেক্ষিতে আমরা অপরাধীদের ধরতে অভিযান শুরু করি। অভিযানে গিয়ে প্রথমে ভুক্তভোগীর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। যার কাছ থেকে ফোনটি উদ্ধার করা হয়, তাদের দেওয়া তথ্যে আমরা একটি গ্রুপকে ধরি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads