প্রার্থীদের প্রচারণায় মুখর ব্যবসায়ী অঙ্গন

ভোটারদের মন জয় করতে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

প্রতিনিধির পাঠানো ছবি

অর্থ ও বাণিজ্য

নরসিংদী চেম্বারের নির্বাচন কাল

প্রার্থীদের প্রচারণায় মুখর ব্যবসায়ী অঙ্গন

  • সুজন বর্মণ, নরসিংদী
  • প্রকাশিত ১৬ জুন, ২০১৯

নরসিংদীর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন জমে উঠেছে। নির্বাচনের শেষ মুহুর্তে ভোটারদের মন জয় করতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অপরদিকে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে সব  প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

আগামীকাল সোমবার বিয়াম জিলা স্কুলে অনুষ্ঠিত হবে নরসিংদী চেম্বার অব কমার্সের নির্বাচন। এবারের নির্বাচনে সাধারণ শ্রেণীতে ৬৫৪ জন ও সহযোগী শ্রেণীতে ৬৪১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।   

নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, নির্বাচনে সাধারণ শ্রেণীতে ৩৬ জন প্রার্থী এবং সহযোগী শ্রেণীতে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে সহযোগী শ্রেণীর একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সাধারণ শ্রেণীর ৩৬ জন প্রার্থীর মধ্যে ১৫ জন ও সহযোগী শ্রেণীর ১৩ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে। যার ফলে সাধারণ শ্রেণীতে ১২ পরিচালকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছে ২১ জন ও সহযোগী শ্রেণীর ৬ পদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন।

চেম্বার সূত্রে জানা যায়, নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নানা সমীকরণ। ইতিমধ্যে সাধারণ শ্রেণীতে দুই প্যানেল প্রতিদ্বন্ধিতা করছে। চেম্বারের সাবেক প্রেসিডেন্ট এ কে ফজলুল হকের নেতৃত্বে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ ও চেম্বারের বর্তমান সিনিয়র সহ সভাপতি আলী হোসেন শিশিরের নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ সাধারণ শ্রেণীতে  প্রতিদ্বন্ধিতা করছেন। অপরদিকে সহযোগী শ্রেণীতে দুটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান পরিচালক নূরে আলম সিদ্দিক ও জাকির হোসেন।  সব পক্ষই নিজেদের প্যানেল শক্তিশালী করতে গ্রহণযোগ্য ব্যবসায়ী নেতাদের কাছে ভেড়াচ্ছেন পাশাপাশি রাজনৈতিক সমর্থন আদায়ে শীর্ষ নেতাদের কাছে দৌড়ঝাঁপ করছেন।

স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ এ রয়েছেন একে ফজলুল হক, রাসেল বিন হাসানাত, আশরাফ উদ্দিন পাঠান, রাশেদুল হাসান রিন্টু, জিয়াউর রহমান, ইরতাজুল ইসলাম তৌহিদ, কাজী মো. সোহেল, কেএইচ খলিলুর রহমান আপেল, আশরাফ উদ্দিন পাঠান আসাদ ও মোঃ কাইয়ুম মোল্লা।

অপরদিকে  সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদে আছেন আলী হোসেন শিশির, মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, আল মুজাহিদ হোসেন তুষার, আল আমিন রহমান, মো: মমিন মিয়া, পরেশ সূত্রধর, মো: নাজিম উদ্দিন ভুঁইয়া রিপন, আব্দুল কাইয়ুম মোল্লা, মোতালেব হোসেন, রফিকুল ইসলাম,নাজমুল হক ভুঁইয়া, কাজিম উদ্দিন।

সহযোগী শ্রেণীতে নির্বাচন করছেন, নূরে আলম সিদ্দিক, জাকির হোসেন (১), ওমর ফারুক মিয়া, সাইফুল ইসলাম জাহিদ, শহিদুল ইসলাম পলাশ, সারোয়ার হোসেন ভূঞা ঝন্টু, সুলতান খাঁন, হাসিব আহম্মেদ মোল্লা, ফরিদ মিয়া, তৌহিদুর রহমান তৌকির, সাইফুল ইসলাম খাঁন, আমান উল্লাহ, আনিসুর রহমান ভূঞা ও জাকির হোসেন (২)।

সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নেতা আলী হোসেন শিশির বলেন, আমাদের দাবি নির্বাচনে ব্যবসায়ীরা যেন স্বতর্স্ফুতভাবে সুন্দর, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ব্যবসায়ীরা যাকে নেতা নির্বাচিত করবে তাকেই আমরা সমর্থন দিব। দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় এই নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের  প্রত্যাশা বেশী। নির্বাচনে আমাদের প্যানেল সংখ্যাগরিষ্টতা অর্জনের মাধ্যমে বিজয়ী হবে।

অপরদিকে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের নেতা নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট একে ফজুলুল হক বলেন, নির্বাচনে আমাদের প্যানেল ব্যবসায়ীদের ব্যাপক সাড়া পাচ্ছে। আশা করি, সুষ্ঠু ও সুন্দর পরিবেশ পেলে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করবেন।

নির্বাচন বোর্ডের আহ্বায়ক ও নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানবীর মোহাম্মদ আজিম বলেন, সোমবার সকার ৯টা থেকে বিকাল ৮টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।সব ব্যবসায়ীদের অংশগ্রহণের আমরা একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads