ময়মনসিংহে গফরগাঁওয়ে পাইভেটকার গতিরোধ করে ১২ লাখ টাকা লুটের ২৪ ঘণ্টার মধ্যে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তার ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত ১২ লাখ টাকা হতে ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানান, গত ২০ মার্চ দুপুরে কিশোরগঞ্জের পশ্চিম হারুয়ার বাবুল মিয়া গাড়ি কেনার জন্য ১২ লাখ টাকা নিয়ে একটি প্রাইভেটকারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন খুরশিদ মহল ব্রীজ অতিক্রম করার সময় দুইটি মোটরসাইকেলে ৫ ডাকাত এসে প্রাইভেটকারের গতিরোধ করে। এ সময় ডাকাতদল খেলনা পিস্তলকে আগ্নেয়াস্ত্রের মত করে প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার আরোহী বাবুল মিয়ার কাছ থেকে ব্যাগে রাখা ১২ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় পাগলা থানার একটি ডাকাতি মামলা রুজু হয়। দ্রুত আসামি গ্রেপ্তার ও লুন্ঠিত টাকা উদ্ধারে পুলিশ সুপার মামলাটি পাগলা থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশকেও তদন্তের নির্দেশ দেয়। ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলছে।
ডিবির ওসি সফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের কটিয়াদ ও সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে ২ লক্ষ ৪০ হাজার টাকাসহ মাহমুদুল হাসান রায়হান, মিনহাজ আলী, উজ্জল মিয়া, ওয়াহিদ আলী ও সেলিম জাহান নামের ৫ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার ডাকাত মাহমুদুল হাসান রায়হানের কাছ থেকে এক লাখ ৯০ হাজার টাকা এবং ডাকাত উজ্জল মিয়ার নিকট থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।