চট্টগ্রামে প্রবাসীকে হত্যার দায়ে দুই ভাইকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো জাহেদুল আলম ওরফে লোহা জাহেদ ও খোরশেদুল আলম ওরফে জঙ্গি কালাম। তারা উভয়েই পলাতক আছে। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার পূর্ব নানুপুরের ডাল কাটা গ্রামে।
এই দুই আসামির বিরুদ্ধে আট বছর আগে ফটিকছড়ির বাসিন্দা প্রবাসী মো. ইউনুসকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের ফাঁসির আদেশ দিয়েছেন। পাশাপাশি তাদের পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে বাদীপক্ষের আইনজীবী তরুণ কিশোর দেব জানান। তিনি বলেন, দণ্ডিত দুই আসামি মামলার শুরুতে গ্রেফতার হলেও পরে জামিন নিয়ে পালিয়ে যায়।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১১ এপ্রিল ডাল কাটা গ্রামে মো. ইউনুস সারেং (৫০) ও তার চাচাত ভাই হাসানকে কুপিয়ে গুরুতর জখম করে খোরশেদুল আলম এবং জাহেদুল আলম। ঘটনাস্থলেই ইউনুস সারেং মারা যান।
আইনজীবী তরুণ কিশোর দেব বলেন, আসামিদের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছিল। ঘটনার দিন ইউনুস ও হাসান জানতে পারে, সালিশ করে জমিতে যে খুঁটি বসানো হয়েছিল তা খোরশেদ ও জাহেদুল সরিয়ে ফেলেছে। এরপর ইউনুসরা সেখানে গেলে ধারালো কিরিচ দিয়ে তাদের এলোপাতাড়ি কোপানো হয়।
এ ঘটনায় আহত হাসান রায়ের পর জানান, তারা দুজন আমাদের দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। আমি ভাগ্যক্রমে বেঁচে গেলেও আমার ভাই মারা গেছে। আমার শরীরে এখনো আঘাতের চিহ্ন আছে।
ঘটনার পর ফটিকছড়ি থানা পুলিশ গিয়ে খোরশেদ ও জাহেদুলকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। নিহত ইউনুসের স্ত্রী খোদিজা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০১১ সালের ৫ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল এ মামলার রায় দেন আদালত।