প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৭ অক্টোবর) পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনায় তালতলীতে সরকারি সফরে আসছেন। তিনি কলাপড়ায় সুধী সমাবেশ ও তালতলীতে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
বরগুনা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, বামনা ও বেতাগী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন, জেলা গ্রন্থাগার, জেলা পুলিশ লাইনে মহিলা ব্যারাক, আমতলী ইউনুস আলী খান ডিগ্রি কলেজের চতুর্থ তলা একাডেমিক ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণসহ ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। শনিবার বিকেল ৩টায় বরগুনা জেলার তালতলী উপজেলার তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য প্রদানসহ প্রধানমন্ত্রী এগুলো উদ্বোধন করবেন। শুক্রবার (২৬ অক্টোবর) সকালে বরগুনা জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এরই মধ্যে প্রধানমন্ত্রীর আগমনের সব প্রস্তুতি স¤পন্ন হয়েছে। বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর যাতে ফলপ্রসূ হয় সেজন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।
বরগুনার তালতলীতে আগমনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়া সফর করবেন। এ সফরে কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দরসহ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কর্মসূচি পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত স্বপ্নের ঠিকানা আবাসনের উদ্বোধনসহ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন পাশাপাশি আরও ১৬টি উন্নয়ন কর্মকাণ্ডের ফলক উন্মোচন করার কথা রয়েছে বলে স্থানীয় সাংসদ মাহাবুবুর রহমান তালুকদার জানিয়েছেন।