প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের রোল মডেল করেছেন : ত্রাণ সচিব

চাঁদপুরে উন্নয়ন মেলার সমাপনীতে বক্তব্য রাখছেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের রোল মডেল করেছেন : ত্রাণ সচিব

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৭ অক্টোবর, ২০১৮

চাঁদপুর স্টেডিয়ামে ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ৩ দিন ব্যাপী ৪র্থ উন্নয়ন মেলার সফল সমাপ্তি হয়েছে। বিগত বছরের তুলনায় এবার উন্নয়ন মেলা হয়েছে ভিন্ন আঙ্গিকে। তিন দিনব্যাপী এ মেলা প্রতি বছরের ধারাবাহীকতা রেখে উন্নয়ন মেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।

শনিবার রাতে চাঁদপুর স্টেডিয়ামে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মো. শাহ কামাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ দেশ নিয়ে স্বপ্ন দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি মাত্র সাড়ে ৩ বছর দেশ পরিচালনা করেছেন। তিনি দেশের জন্যে যে সকল পরিকল্পনা করেছেন, আজ তা বাস্তবায়নে দেশকে উন্নয়নের রোল মডেল করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাঁরা নিজের জীবনকে বাজি রেখে দেশ স্বাধীন করেছেন, আর দেশ স্বাধীনের জন্যে এঁদেরকে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ স্বাধীনতা কী সেটা বুঝে রোহিঙ্গারা। আমি ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কারণে রোহিঙ্গাদের কাছে বেশি গিয়েছি। তারা বলে, আমাদের ত্রাণের প্রয়োজন নেই। আমাদের স্বাধীনতা ফিরিয়ে দাও। তিনি আরো বলেন, ২০১৬ সালে প্রধানমন্ত্রীর সাথে আমাদের সচিবদের বৈঠক হয়েছে। তিনি আমাদের বলেছেন, আপনারা নিজ নিজ এলাকায় যান। সেখানের সমস্যাগুলো চিহ্নিত করেন, আমাকে অবগত করেন। আমরা সেভাবে নোট দিলাম। আজকে চাঁদপুরবাসী দেখেন চাঁদপুর জেলার উন্নয়নের অবস্থা। প্রধানমন্ত্রী আমাদের চাঁদপুরের জন্যে মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছেন। সে কলেজে ৫০ জন শিক্ষার্থী দিয়ে সহসাই কার্যক্রম চালু হবে। শুধু এই নয়, চাঁদপুরের ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে গেছে।

তিনি বলেন, দেশের সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশের মানুষ এখন আর না খেয়ে থাকতে হয়না। মানুষের জীবন মান উন্নয়ন হয়েছে।

তিনি আরো বলেন, এ দেশের অন্য সকল জেলা থেকে সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল হবে চাঁদপুরে। হাইমচরের অর্থনৈতিক অঞ্চল চালু হলে সেখানে ১ লাখ লোকের কর্মস্থান হবে। এ মেলার উদ্দেশ্য হচ্ছে জনগণের সামনে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানানো। উন্নয়ন লক্ষ্য অর্জনে সরকারের সাফল্যের প্রচার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জনগণকে উদ্বুদ্ধ করা এবং স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের যৌথ অংশগ্রহণে স্থানীয় সমস্যা সম্পর্কে মতবিনিময়ের জন্যই সারাদেশে উন্নয়ন মেলা করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads