একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার পর শুক্রবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রধানমন্ত্রীর ওই ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।
টানা তৃতীয়বারের মতো সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার ভাষণে নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতি রোধ, সুশাসন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে গুরুত্বারোপ করবেন বলে আওয়ামী লীগের একটি সূত্র জানায়।
এ ছাড়া দেশ গঠনের জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীর কাছে সহায়তাও চাইবেন বলে সূত্রটি উল্লেখ করে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, তিনি দেশবাসীর উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। ধারণা করা হচ্ছে, গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ জয় উপহার দেওয়ার জন্য ভাষণে সাধারণ জনগণকে ধন্যবাদ জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের ভবিষ্যৎ পথচলার রূপরেখাও তুলে ধরবেন তিনি। ইতোমধ্যেই তার ভাষণ রেকর্ড করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ গত ২০১৮ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের চার বছর পূর্তি উপলক্ষে তিনি ওই ভাষণ দেন।