প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন যুবলীগের চেয়ারম্যান-সাধারণ সম্পাদক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন যুবলীগের চেয়ারম্যান-সাধারণ সম্পাদক

সংগৃহীত ছবি

রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন যুবলীগের চেয়ারম্যান-সাধারণ সম্পাদক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ নভেম্বর, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

রোববার রাত সোয়া আটটায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কয়েকজন যুবলীগ নেতা উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার যুবলীগের ৭ম কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাঈনুল হোসেন খান নিখিল।

ওই দিন বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ৭ম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন শেষে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নতুন কমিটি আগামী তিন বছর যুবলীগকে নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads