আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাম গণতান্ত্রিক জোটের সংলাপ আগামী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গণভবনে অনুষ্ঠিত হবে।
আজ রোববার জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যায় সিপিবি ও বামগণতান্ত্রিক জোটের অস্থায়ী কার্যালয় মুক্তিভবনে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান
গোলাপ প্রধানমন্ত্রী স্বাক্ষরিত আমন্ত্রণ পত্র সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলমের কাছে হস্তান্তর করেন।
এর আগে গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপের সময় চেয়ে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে চিঠি দেয়া হয়।
চিঠিতে বলা হয়, সংলাপের জন্য তারিখ, সময় ও স্থান পেলে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন।
বাম গণতান্ত্রিক জোটের প্রস্তাবিত প্রতিনিধি দলের সদস্যরা হলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পলিটব্যুরো সদস্য আকবর খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সদস্য শুভ্রাংশু চক্রবর্তী ও আলমগীর হোসেন দুলাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, সদস্য ফিরোজ আহমেদ, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোমিনুর রহমান বিশাল, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রনজিৎ কুমার।