মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জ মাধ্যমিক পর্যায়ে নবম ও ১০ম শ্রেণীর স্কুল, মাদ্রাসা ও কিন্ডার গার্ডেন এর মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়েছে।
৮ মে সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তন অডিটোরিয়াম হল রুমে পরিসংখ্যান কর্মকর্তার আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগিতায়, পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন , স্মার্ট বাংলাদেশ গঠন এর জনশুমারী ও গৃহগননা ২০২১ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে এ ট্যাবলেট কম্পিউটার প্রদান করা হয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন নাহার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নামজুল হক, তারা নগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, বাস্তা ইউপি চেয়ারম্যান হাজি মোঃ আশকর আলী, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মোঃ মোস্তাক আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ বারেকসহ ৪৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। এসময় ৭ জন অটিস্টিক শিক্ষার্থী সহ ৪৭ টি প্রতিষ্ঠানে ২৮৩ টি ট্যাবলেট কম্পিউটার তুলে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও অতিথিরা।





