প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ৩২৪

ছবি : সংগৃহীত

ক্রিকেট

প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ৩২৪

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৩ নভেম্বর, ২০১৮

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৩২৪ রানে অলআউট বাংলাদেশ।

চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনে বাংলাদেশ ৮ উইকেটে ৩১৫ রান নিয়ে খেলতে নামে। মাত্র ৯ রান যোগ করেই বাকি দুই উইকেট হারিয়ে অলআউট হয় টাইগাররা।

প্রথম দিনে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য উইকেট হারায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় উইকেটে ইমরুলকে নিয়ে ১০৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন মুমিনুল। ব্যক্তিগত ৪৪ রানে ইমরুল আউট হবার পর, মিথুনও ফেরেন ২০ রান করে। তবে, প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ৮ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। যা টেস্টে বাংলাদেশের হয়ে তামিমের পর সর্বোচ্চ ৮টি সেঞ্চুরির মালিক এখন মুমিনুল। এরপর গ্যাব্রিয়েলের ঝড়ে বড় স্কোরের স্বপ্ন স্লান হয় বাংলাদেশের। মুমিনুল ১২০ আর সাকিব আউট হন ৩৪ রান করে।

এরপর গ্যাব্রিয়ালের গতির কাছে উইকেট দিয়ে আসেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও মাহমুদুল্লাহ। মিরাজ আউট হন ২২ রানে। ২৫৯ রানে ৮ উইকেট হারানোর পর, দুই টেল এন্ডার ব্যাটসম্যান নাঈম হাসান ও তাইজুলের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিতে, দিন শেষে ৩১৫ রানের স্কোর পেয়েছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০ ওভারে শেষে ১ উইকেট হারিয়ে ২৯ রান। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads