প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল মিলনমেলা

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে সঙ্গে নিয়ে বাংলাদেশের খবররের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাজছেন সম্পাদকমণ্ডলীর সভাপতি ও বিডিজি-মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্থফা কামাল মহীউদ্দীন। পাশে ছিলেন সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়অ, উপদেষ্টা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন ও নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়সাল

ছবি : বাংলাদেশের খবর

বিবিধ

বাংলাদেশের খবর অনেকদূর এগিয়েছে : অধ্যাপক আনিসুজ্জামান

প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল মিলনমেলা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর, ২০১৮

পথচলার তিন বছর পূর্ণ করে দৈনিক বাংলাদেশের খবর চতুর্থ বছরে যাত্রা করেছে। এ উপলক্ষে পত্রিকাটির ঢাকার আর. কে. মিশন রোডের কার্যালয়ে গতকাল শনিবার দিনভর বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। কেক কেটে উদ্যাপন শুরুর পর একে একে চলে প্রীতি সম্মেলন, আপ্যায়ন ও আনন্দ আড্ডা। দেশবরেণ্য শিক্ষাবিদ, লেখক, রাজনীতিবিদ, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নানা অঙ্গনের খ্যাতিমানদের অংশ নেওয়ার মধ্য দিয়ে বর্ষপূর্তির উৎসব আয়োজন আনন্দঘন হয়ে ওঠে। ‘দেশের কথা দশের কথা’ স্লোগানে দেশ-বিদেশের নানা খবরে পত্রিকাটি ইতোমধ্যে পাঠকের মন জয় করে নিয়েছে।

 

বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বেলা সাড়ে ১১টায় বাংলাদেশের খবরের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও বিডিজি-মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীনকে সঙ্গে নিয়ে কেক কেটে আনন্দ উৎসবের সূচনা করেন। এ সময় সঙ্গে ছিলেন বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন, নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়সাল ও বাংলাদেশের খবর পরিবারের সদস্যরা।

সকাল থেকেই বাংলাদেশের খবরের কার্যালয়ে আসতে থাকেন অতিথিরা। ফুলেল শুভেচ্ছা জানিয়ে তারা আগামীদিনগুলোতে পত্রিকাটি আরো পাঠকনন্দিত হয়ে ওঠার প্রত্যাশা করেন। রাত ৮টা পর্যন্ত চলে অনুষ্ঠান। বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিএনএ’র চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা, এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, সাবেক সচিব ড. রফিকুল মোহাম্মেদ, পুলিশের  ডিআইজি (মিডিয়া ও প্ল্যানিং) এসএম রুহুল আমিন, এআইজি (মিডিয়া) সোহেল রানা, আইজিপির তথ্য কর্মকর্তা একেএম কামরুল আহছান, জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া অ্যাডভাইজার আবু তৈয়ব, রূপায়ণ গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, দুদকের কৌঁসলী খুরশিদ আলম খান, জাতীয় প্রেস ক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, নির্বাহী সদস্য চারু আহমেদ, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক শাহ আহমদ রেজা, আতাউর রহমান, আল মামুন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা, নির্বাহী সদস্য মঈন উদ্দিন, দৈনিক সমাচারের নির্বাহী সম্পাদক ফরিদ আহমেদ রিপন, সোস্যাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবদুল করিম, মিডিয়া ম্যানেজার মেহেদি, মিজান গ্রুপের এমডি মিজানুর রহমান, সারা অ্যাডভারটাইজিংয়ের বকুল আলম, মাস্ট হেড পিআর’র টিম লিডার আজম, পানি উন্নয়ন বোর্ডের ডেপুটি ডিরেক্টর মোস্তফা খান, বিজেএমসি মিডিয়া ম্যানেজার সীমা দাস, এলজিইডির মিডিয়া কনসালট্যান্ট আবু ফাত্তাহ, স্পার্ক মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের স্বত্বাধিকারী শারাফাত, প্রাইম ইসলামী লাইফের সিনিয়র এক্সিকিউটিভ (মিডিয়া) বশির আহমেদ, চৌধুরী অ্যাডের ম্যানেজিং পার্টনার চৌধুরী, এমএম অ্যাডের মিডিয়া ম্যানেজার জিএস বাবুল, সাউথইস্ট ইউনিভার্সিটির পিআরও সাইফুল ইসলাম, অপসোনিন ফার্মার পরিচালক কামাল,  রানার গ্রুপের এজিএম ওয়াহিদ মুরাদ, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ডেমোক্র্যাটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, লেবার পার্টির একাংশের মহাসচিব আবদুল্লাহ আল মেহেদি ও লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। এর আগে বাংলাদেশের খবরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিকটির শুভকামনায় ছারছীনা দরবারের পীর মাওলানা শাহ সুফি মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকীর পরিচালনায় মোনাজাত হয়।

ক্রীড়াঙ্গনের জনপ্রিয়রাও অংশ নেন অনুষ্ঠানে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গুল্লু, ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত, ভলিবল কোচ আনিস রহমান, উশু ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু, জাতীয় দলের সাবেক গোলরক্ষক আবদুর রাজ্জাক রাজ এবং বিকেএসপির উশু কোচ সালমান এল রহমান বাংলাদেশের খবরকে শুভেচ্ছা জানান।

আনন্দঘন আয়োজনকে আরো আনন্দময় করে তুলতে অনুষ্ঠানে যোগ দেন বিনোদন জগতের অনেকে। আসেন বিশিষ্ট অভিনেতা ইলিয়াস কাঞ্চন, পশ্চিবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আকাশ সেন, মডেল প্রিয়াংকা জামান, অভিনেত্রী রোমানা স্বর্ণা, বিন্দিয়া কবির, তানিন সুবহা, চিত্রনায়িকা অধরা খান, রুমাই নোভিয়া, ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নাতিখ্যাত কৌতুক অভিনেতা এলিন রাগ ও অভিনেতা ইভান সাইর প্রমুখ।

সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার পক্ষ থেকেও বাংলাদেশের খবরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এগুলোর মধ্যে আছে- বসুন্ধরা গ্রুপ, জাজ মাল্টিমিডিয়া, জনতা ব্যাংক, এলজিইডি, অনলাইন নিউজপোর্টাল পূর্বপশ্চিম, কালান্তর নিউজ, দৈনিক জনতা, সেভ দ্য স্পোর্টস, সংবাদপত্র এজেন্ট কল্যাণ অ্যাসোসিয়েশন, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, স্পার্ক মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, বাংলাদেশ পোস্ট, এক্সিলেন্ট ওয়ার্ল্ড, রানার ও উষার দুয়ার।

বর্ষপূর্তি উপলক্ষে শনিবার সকাল থেকেই বাংলাদেশের খবরের প্রধান কার্যালয়ে বিরাজ করে উৎসবের আমেজ। বিভিন্ন বিভাগের কর্মীরা নিজেদের মধ্যে বর্ষপূর্তির শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উৎসবে আগতদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। কেউ কেউ প্রিয় তারকার সঙ্গে সেলফিও তোলেন। উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে বার্তা বিভাগসহ দৈনিকটির অন্য সব বিভাগ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads