জীবন শুরু দক্ষিণী সিনেমায় নায়িকা হিসাবে। সেখানে তো সফলই। বলিউডে পা দেওয়ার পর একের পর এক হিট ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছে। তিনি তাপসী পান্নু। ‘পিঙ্ক’, ‘বেবি’, ‘মিশন মঙ্গল’র মতো একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গিয়েছে তাকে।
বলিউডের ব্যতিক্রমী অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি নতুন ছবি ‘থাপ্পড়’ এ ট্রেলারের সবাইকে চমক দিয়েছেন এ তারকা। ছবিটি মুক্তি পাওয়ার পর সবাই তাপসীর প্রশংসা করছেন।
এই ছবিতেও তাপসী এক প্রতিবাদী নারীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে অমৃতা নামে আদ্যোপান্ত এক গৃহবধূর ভূমিকায় দেখা যাবে তাকে। অমৃতার সংসারই যেন ধ্যানজ্ঞান। হঠাৎ একদিন স্বামীর হিংসার শিকার হয় অমৃতা। ভরপুর অফিস পার্টিতে সব বন্ধুবান্ধবের সামনেই অমৃতাকে কষিয়ে চড় মারেন তার স্বামী। সেই থাপ্পড়ের কারণেই সংসার ভাঙার সিদ্ধান্ত নেন অমৃতা। ডিভোর্স ফাইল করেন। সত্যিই তো ‘থাপ্পড়’। যাকে কিনা একেবারে গৌণ ইস্যু বলেই ধরা হয় আমাদের সমাজে। একটা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সেটাও অন্তরায় হয়ে দাঁড়াতে পারে? যার জন্য বিচ্ছেদ! স্ত্রীর গালে থাপ্পড় মারা কিংবা গায়ে হাত তোলা কি এতটাই সোজা? আর এমন কিছু ঘটলে মেয়েরাই বা কেন সহ্য করবে? তাপসী পান্নুর এই ছবিটি সেই প্রশ্ন তুলেছে। সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছে নারীরাও সমাজেরই অংশ। তারাও কোনো অংশে কম নয়। তাপসী পান্নুর এই ছবিটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। যার ঝুলিতে এরই মধ্যে ‘মূলক’ এবং ‘আর্টিকেল ফিফটিন’-এর মতো ব্যবসাসফল ছবি রয়েছে। ‘থাপ্পড়’-এর ট্রেলারের এক সংলাপ আবারো মনে করে দিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘কবীর সিং’-এর সমালোচিত একটি দৃশ্যকে। যেখানে এক উকিলকে বলতে শোনা গেছে, ‘সম্পর্কে ভালোবাসা থাকলে একটু-আধটু মারধরও থাকবে!’
ছবিটি নিয়ে তাপসী বলেন, ‘আমাদের সমাজে নারীদের প্রতি হিংসা ততটাই বেড়ে গেছে যে, গায়ে তোলার মতো বিষয়টিকেও ‘লঘু’ করে দেখা হয়। মুখ বুজে সইতে হয় মেয়েদের নানা বিষয়। এমনটাই মেয়েদের শিখিয়ে এসেছে সমাজ। প্রতিবাদী হলেই সমালোচনার শিকার হতে হয়! কেন সইতে হবে শুধু মহিলাদেরই?’
তাপসী আরো বলেন, পিঙ্ক ছবির মতো ‘থাপ্পড়’ ও নারীবাদী কাহিনিনির্ভর ছবি। সেই সঙ্গে আশা রাখছি, ‘পিঙ্ক’-এর মতো ‘থাপ্পড়’ ছবিটিও দর্শকরা পছন্দ করবেন এবং ছবিটি ব্যবসাসফল হবে।
পরিচালক অনুভব সিনহার সঙ্গে কাজ নিয়ে তাপসী পান্নু জানান, অনুভবের সঙ্গে কাজ সব সময়ই খুব আনন্দের। তিনি যখন ‘থাপ্পড়’ ছবির কাহিনী নিয়ে আলোচনা করছিলেন, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, যেভাবেই হোক আমাকে ছবিটি করতে হবে।’
‘দরিদ্র পরিবারগুলোতেই কি শুধু মহিলারা গার্হস্থ্য হিংসার শিকার হন? আপনারা কী ভাবেন? শিক্ষিত পড়াশোনা জানা পুরুষরা কি স্ত্রীদের গায়ে হাত তোলেন না? আপনারা নিশ্চয় আপনাদের মেয়ে কিংবা বউমাকেও বলে এসেছেন যে- মা, এ রকম তো আমাদের সঙ্গেও হয়েছে, দু-একটা চড়-থাপ্পড় তো মেয়েদের সহ্য করতেই হয়! সেসব সহ্য করেছি বলেই না আজ সুখে-শান্তিতে ঘর করছি। কথাগুলো খুব একটা অচেনা নয় আমাদের সমাজে। ‘মুখ বুজে সইতে হয়’- এমনটাই মেয়েদের শিখিয়ে এসেছে সমাজ। তবে আর নয়! এসব বলার কিংবা শোনার দিন ফুরিয়েছে’- তাপসী পান্নুর ‘থাপ্পড়’ ছবির ট্রেলার দেখে এমনটাই জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
তাপসীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে স্মৃতি ইরানি বলেছেন, ‘পরিচালকের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমি একমত নই ঠিকই, কিন্তু এই গল্প প্রত্যেকটা ঘরের মেয়ে-স্ত্রীদের। এই ছবি আমাদের নারীদের আরও একবার মনে করিয়ে দেবে- না, গার্হস্থ্য হিংসা সহ্য করার দিন শেষ। বরং এসবের বিরুদ্ধে আওয়াজ তোলার সময় এসেছে। আমি অবশ্যই এই ছবি দেখব।’
‘থাপ্পড়’ ছবিতে তাপসী পান্নু ছাড়াও অভিনয় করেছেন রত্না পাঠক শাহ, মানব কৌল, দিয়া মির্জা, তানভি আজমি, রাম কাপুর প্রমুখ। এর আগে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৬ মার্চ। কারণ বিশ্ব নারী দিবসে মুক্তি পাক এই ছবি, সেটাই চেয়েছিলেন পরিচালক এবং তাপসী। কিন্তু পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হয় নারী দিবসের আগের সপ্তাহেই অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে চলচ্চিত্রটি।
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তাপসী। সেখানে তিনি বলেন, বিয়ে তখনই করবেন, যখন তার মনে হবে জীবনে এবার সন্তানের প্রয়োজন।
অর্থাৎ পরিবারে ছোট কারও উপস্থিতি অনুভব করার প্রয়োজন মনে করলেই বিয়ের পিঁড়িতে চটপট বসে পড়বেন বলে জানান বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।





