প্রতিবন্ধীদের স্মার্টফোন ব্যবহারকে আরো সহজ করার উদ্দেশ্যে ‘ভয়েস অ্যাকসেস’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। অ্যাপটি দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের ব্যবহূত স্মার্টফোনটিকে নিজের কণ্ঠ বা আওয়াজ ব্যবহার করে নিয়ন্ত্রণ করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারী তার নিজের কণ্ঠ বা আওয়াজ ব্যবহার করে টেক্সট লেখা ও সম্পাদন করা এবং গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা ছাড়াও জেশচারের মাধ্যমে বাটন চাপা বা অ্যাপের মধ্যে ভলিউম কমানো বাড়ানো, অ্যাপের মধ্যে স্ক্রল বা অ্যাপ নেভিগেশন করতে পারবেন।
বলুন সহজেই
ভয়েস অ্যাকসেস অ্যাপটি ব্যবহার করতে হলে প্রথমেই ব্যবহারকারীকে ওকে গুগল বলে অ্যাপটি চালু করতে হবে (বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে হলে এই কমান্ড দিতে হয়) এবং গুগল নাও লঞ্চার ইন্সটল করে নিতে হবে। এরপর ফোনের সেটিং অপশন থেকে (কজ আইকন চেপে) ভয়েস অ্যাকসেস অ্যাপটিকে প্রবেশযোগ্য অনুমোদন দিতে হবে।
এরপর ব্যবহারকারী যদি টেক্সট লিখতে বা সম্পাদনা করতে চান, যেমন তিনি সংখ্যায় চার লিখবেন, তাকে বলতে হবে- ট্যাপ ফোর। টেক্সট লেখার সময় ডিলেট লাইন, ক্যানসেল বা স্টপ লিসেন এমন কমান্ড ব্যবহার করতে পারবেন। এ ছাড়া টার্ন অন ব্লু টুথ, শো নোটিফিকেশন, টার্ন ডিভাইস অফ এমন সব কমান্ড দিয়েও ফোনকে নির্দেশ করতে পারবেন ব্যবহারকারী।
আপাতত শুধু ইংরেজি ভাষা সমর্থন করে ভয়েস অ্যাকসেস। তবে শিগগির অন্যান্য ভাষাও অ্যাপটিতে যুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল।
প্রতিবেদনে আরো বলা হয়, নতুন এই অ্যাপটির ইন্টারফেস বেশিরভাগই সংখ্যানির্ভর। তাই গ্রাহক মুখে সংখ্যা বলেও প্রয়োজনীয় অপশনগুলো ব্যবহার করতে পারবেন।
গুগলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পারকিনসন্স ডিজিজ, মাল্টিপল সেক্লরোসিস, আর্থ্রাইটিস এবং স্পাইনাল কর্ডে আঘাত পাওয়া রোগীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
প্রায় দুই বছরের মতো অ্যাপটিকে বেটা ভার্সনে রেখেছিল গুগল। তবে এখন পূর্ণাঙ্গ সংস্করণে উন্মুক্ত করে ব্যবহারকারীদের জন্য প্লে-স্টোরে আপলোড করে দিয়েছে গুগল। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৫.০ সংস্করণ থেকে পরবর্তী সব সংস্করণে এই অ্যাপটি চালানো যাবে।