বিএনপির ঘাটি হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা। তবে দীর্ঘদিন ক্ষমতার মসনদে না থাকায় সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছিল ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপি। এবার সব বাধা বিপত্তিকে কাঁটিয়ে দলের প্রাণ ফিরিয়ে আনতে ও নেতাকর্মীদেরকে চাঙ্গা করতে পৌরসভার ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি দিয়েছে যুবদল ও ছাত্রদল।
ঘোড়াঘাট পৌরসভা গঠিত হবার পর থেকেই আওয়ামীলীগ সরকারের আমলে টানা দুইবার ঘোড়াঘাট পৌরসভার মেয়রের পদ নিজেদের দখলে রেখেছে বিএনপি। গত ২০১৪ সালের নির্বাচনে উপজেলা পরিষদও ছিল বিএনপি-জামায়াত জোটের দখলে। তবে গত ১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদন্দীতায় তা দখলে নিয়ে নেয় ক্ষমতাসীন দল আওয়ামীলীগ।
২০২১ সালে অনুষ্ঠিত হবে ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন। হাতে সময় মাত্র কয়েক মাস। এই নির্বাচন উপলক্ষে নেতাকর্মীদেরকে সক্রিয় করতে ও দলের প্রাণ ফিরিয়ে আনতে গত ২৮শে জুলাই পৌর যুবদল ও চলতি মাসের ১২ তারিখে ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা যুবদল ও ছাত্রদল। আবার ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদেরকে সক্রিয় করতে চলতি মাসের ১০ তারিখে পৌরসভার ৯টি ওয়ার্ডের কমিটির অনুমোদন দিয়েছে যুবদল।
জাতীয় নির্বাচনে দিনাজপুর-৬ আসন বিএনপি জোট শরিক জামায়াতকে ছেড়ে দিলেও পৌরসভা নির্বাচনে জোট বলে কোনকিছু থাকে না। দলীয়ভাবে বিএনপির পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেন জোট শরিক জামায়াত। গত পৌরসভা নির্বাচনে দলীয় ভাবে বিএনপি বর্তমান মেয়র আব্দুস সাত্তার মিলনকে মনোনয়ন দিলেও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন পৌর জামায়াতের আমির আব্দুল মান্নান সরকার ও বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী আবুল কালাম সহ বর্তমান পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনূছ আলী মন্ডল।
উপজেলা ও পৌর বিএনপির একাধিক সূত্র জানায়, আগামী পৌরসভা নির্বাচনে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মনোবল ফিরিয়ে আসতে অঙ্গসহযোগী সংগঠন গুলোর কমিটি অনুমোদন দিচ্ছে বিএনপি। কিছুদিনের ভিতরে পৌরসভা ও পৌরসভার ৯টি ওয়ার্ডে সেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন দেওয়া হবে। পাশাপাশি আগামী দুই একদিনের ভিতরে পৌরসভার ৯টি ওয়ার্ডে ছাত্রদলের কমিটির অনুমোদন দেওয়ার জন্য কমিটির তালিকা সহ জেলা ছাত্রদলে সুপারিশ করা হয়েছে।
অপর দিকে পৌরসভা নির্বাচনকে ঘিরে পৌর আওয়ামীলীগ বা এর অঙ্গসহযোগী সংগঠনের কোন কার্যক্রম এখনও চোখে পড়েনি। অঙ্গসহযোগী একাধিক সংগঠনের কার্যক্রম মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে। তবে পৌরসভা নির্বাচন ঘিরে তাদেরও চোখে পড়ার মত কোন কার্যক্রম দেখা যায়নি।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু বলেন, শোকের মাস আগষ্ট শেষ হয়ে গেলে আগামী সেপ্টেম্বর মাস থেকে পৌরসভা নির্বাচনকে ঘিরে আমাদের কার্যক্রম শুরু হবে। সেই সাথে আমাদের সহযোগী একাধিক সংগঠনের মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। সেই সব কমিটি ভেঙ্গে দিয়ে আগামী মাস থেকেই নতুন কমিটি তৈরির কাজ শুরু করা হবে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুর রহমান বাবু জানান, কোন নির্বাচনকে ঘিরে নয়! কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় ঘোড়াঘাটে বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের কমিটি গুলো গঠন করা হচ্ছে। এতে করে দলের কার্যক্রম আরো গতিশীল হবে।