পোস্তগোলা ব্রিজ থেকে বুড়িগঙ্গা লাফ দিয়ে তরুণীর আত্মহত্যা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পোস্তগোলা ব্রিজ থেকে বুড়িগঙ্গা লাফ দিয়ে তরুণীর আত্মহত্যা

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ অগাস্ট, ২০২১

পোস্তগোলা চীন মৈত্রী ১ম সেতু থেকে বুড়িগঙ্গায় লাফ দিয়ে নূসরাত আক্তার মালা (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলা চীন মৈত্রী সেতুর মাঝখানে দক্ষিণ কেরানীগঞ্জের পাশে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী এক ফুসকা বিক্রেতা জানিয়েছে, গতকাল ১০টায় এক যুবক ও এক তরুণীকে ব্রিজ এর উপর উঠতে দেখি। এর কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে যুবক তরুণীকে মারধর করতে থাকে। পরে এগিয়ে গেলে জানতে পারি তারা স্বামী-স্ত্রী। পরে আমরা আর কথা না বলে চলে আসি। একপর্যায়ে স্ত্রী ব্রিজ থেকে লাফ দেয়। আমি পাশের দোকানদার ও এক সিএনজি চালক বাচাতে গেলেও মেয়েটিকে বাঁচাতে পারিনি।

তিনি আরো জানান, তার জামাই শুধু চেয়ে চেয়ে দেখলো তাকে বাঁচাতে এগিয়ে যায়নি। পানিতে পড়ে মেয়েটি বাচার জন্য চেষ্টা করলেও এতো রাতে কেউ পানিতে নামেনি কিছুক্ষণ পর তরুণী পানিতে ডুবে যায়।

নুসরাতের আক্তার মালার দাদী নুরজাহান বেগম জানান, আমরা রাত সাড়ে ১১ টায় নূসরাতের বান্ধবী বৃষ্টি আক্তারের মাধ্যমে খবর পেয়েছি। নুসরাতের স্বামী মজিবর (২৪) বৃষ্টিকে জানিয়েছে সে ব্রিজ থেকে বুড়িগঙ্গা নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। পরে এসে রাতে অনেক খুঁজেছি এবং নৌ পুলিশকে জানিয়েছি।

এ ব্যাপারে নৌ পুলিশ সদরঘাট ইনচার্জ কায়ূম আলী সরদার জানিয়েছেন, খবর শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছিল বৈরি আবহাওয়ার কারণে নামেনি। পরে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত খুঁজেছে কিন্তু পায়নি।  বিকেলে আবার খোঁজাখুঁজি চলবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads