কম্পিউটার নেটওয়ার্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও বেহাত হয়েছে পেন্টাগনের বিপুলসংখ্যক কর্মীর তথ্য। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ডিফেন্স জানিয়েছে, প্রায় ৩০ হাজার কর্মীর বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে তাদের ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্যও রয়েছে। ট্রাভেল রেকর্ড ডাটার মাধ্যমে এসব তথ্য ফাঁস হয়েছে বলেও জানানো হয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, অতি গুরুত্বপূর্ণ কোনো তথ্য ফাঁস না হলেও আক্রান্ত কর্মীর সংখ্যা আরো বাড়তে পারে।
কবে এ তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ৪ অক্টোবর তথ্য ফাঁসের বিষয়টি টের পায় সংশ্লিষ্ট কর্মীরা। কিন্তু তথ্য ফাঁসের ঘটনা আরো আগেই ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।