নেত্রকোণার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে সাবিনা আক্তার (২৫) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত সাবিনা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিম পাড়া গ্রামের মৃত সুরুজ আলীর মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবিনা দীর্ঘদিন যাবত মৃগী রাগে ভুগছিলেন। সকাল সাড়ে দশটার দিকে তিনি সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।