পূর্বধলায় একই স্থানে দুই ইসলামী সভা, ১৪৪ ধারা জারি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পূর্বধলায় একই স্থানে দুই ইসলামী সভা, ১৪৪ ধারা জারি

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ ফেব্রুয়ারি, ২০২০

নেত্রকোণার পূর্বধলায় আজ রোববার পূর্বধলার হিড়িভিটা গ্রামে মফিজিয়া তা’লিমূল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও হিড়িভিটা জামে মসজিদের উদ্যোগে ইসলামী মাহফিল আয়োজন করায় উপজেলার হিড়িভিটা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা হতে রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১ হাজার গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম জানান, পাল্টা-পাল্টি ওয়াজ মাহফিল ঘোষণায় আইনশৃংখলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যাতে আইনশৃংখলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে।

উল্লেখ্য, পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হিড়িভিটা গ্রামে ১০০ গজের ভিতরে দুই ইসলামি সভার পৃথক আয়োজন করে আ.লীগের দুই গ্রুপ। একইস্থানে একই তারিখে ধর্মীয় সভার মাইকিং ও পোস্টারিং করেছে সভার আয়োজক কমিটি।

একদিকে হাফিজিয়া তালিমুল মাদ্রাসা সভার প্রধান অতিথি করা হয় বাংলাদেশ আ.লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে অপরদিকে হিরিভিটা জামে মসজিদের সভায় নেত্রকোনা ৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) কে প্রধান অতিথি করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads