পূর্বধলায় অটোরিক্সার চাপায় নারীর মৃত্যু

প্রতীকী ছবি

দুর্ঘটনা

পূর্বধলায় অটোরিক্সার চাপায় নারীর মৃত্যু

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর, ২০১৯

নেত্রকোনার পূর্বধলায় অটোরিক্সার নিচে চাপা পড়ে আমেনা খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর গ্রামের মৃত সুমন আলীর স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আমেনা খাতুন শুক্রবার সকাল সোয়া দশটার দিকে বাড়ি থেকে স্থানীয় শ্যামগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় পূর্বধলা থেকে শ্যামগঞ্জগামী একটি অটোরিক্সা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) মো. দেলোয়ার হোসেন জানান, ঘাতক অটোরিক্সাটিকে স্থানীয় জনতা আটক করলেও চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads