ভারতে পূজা স্পেশাল ইলিশ রপ্তানির ১২ টনের প্রথম চালান সোমবার বিকালে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে।
খুলনার জাহানাবাদ সি ফিশ লিমিটেড নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই মাছ ভারতে রপ্তানি করেছে। প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলার মূল্যে রপ্তানি করা হচ্ছে। সোমবার মোট ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের ইলিশ রপ্তানি করা হয়।
ভারতের কোলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জে কে ইন্টারন্যাশনাল এই মাছ আমদানি করেছে। কাস্টমসের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রপ্তানি করেন মিলা এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।
আসন্ন দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে এবার ১ হাজার ৪৫০ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হবে।
সোমবার বাংলাদেশের বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ১০ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৪৫০ টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য ইতোমধ্যে ৯টি দেশি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে।
গত বছরও সরকার শারদীয় শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল।
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, ইলিশ রপ্তানির প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে। দ্রুত রপ্তানি করার জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।