পুলিশের সোর্সের বিরুদ্ধে নারী পাচার ও মাদক ব্যাবসার অভিযোগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পুলিশের সোর্সের বিরুদ্ধে নারী পাচার ও মাদক ব্যাবসার অভিযোগ

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুন, ২০২২

লালমনিরহাটে পুলিশের সোর্সের বিরুদ্ধে নারী পাচার, মাদক ব্যাবসা ও জুয়াসহ নানা অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১৭) জুন বিকেলে শহরের বিডিআর গেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে ১৪ জুন স্থানিয়রা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে পুলিশের ওই সোর্সের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, লালমনিরহাট শহরের শাহজাহান কলোনি এলাকার বাসিন্দা পুলিশের সোর্স শরিফুল ইসলাম গইজা নারী পাচার, মাদক ব্যবসা, নারী দিয়ে দেহ ব্যবসা, জুয়াসহ নানা অশ্লীল কার্যকলাপের সাথে জড়িত। তার এ অশ্লীল কার্যকলাপের ব্যাপারে কেউ মুখ খুললে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করে বলেও অভিযোগ করেন তারা।

বিভিন্ন দপ্তরে পাঠানো লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম গইজা ওই কলোনির মৃত শহিদ আলীর ছেলে। এক সময় তার কিছুই না থাকলেও বর্তমানে সে একাধিক বাড়ি - গাড়ির মালিক। কারনে অকারণে সে স্থানীয়দের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মাদকসহ অন্যান্য মামলায় ফাঁসিয়ে দেয় পুলিশের ওই সোর্স।

মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজাহান কলোনির বাসিন্দা আবুল কালাম আজাদ, এনামুল হক জ্যাম, বাধন শেখ, মোহাম্মদ আলী, নাজমা বেগম, জহুরা বেগম প্রমুখ। এসময় লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন পুলিশের ওই সোর্সের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে, মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাড়ি ফিরে যায়।

আর এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads