পীরগঞ্জের ফতেপুর ‘জয়সদনে’আজ শনিবার বিনামুল্যে চিকিৎসা সেবা, কবর জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম।
ফ্রি চিকিৎসা ক্যাম্পেইনে ঢাকা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজের ১৫ জন চিকিৎসক সেবা কার্যক্রম পরিচালনা করেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েক হাজার নারী-পুরুষ ব্যবস্থাপত্র গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ. কে. এম ফরহাদুল কবির। চিকিৎসা ক্যাম্পের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।